প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যের সমস্ত সাধারণ মানুষের জন্য পশ্চিমবঙ্গ সরকার একের পর এক প্রকল্পের সূচনা করে এসেছে। শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্য, রেশন ইত্যাদি নানা ক্ষেত্রে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে। তেমনই আবার দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে সাহায্যের জন্য রয়েছে রূপশ্রী প্রকল্প। কিন্তু সেই সরকারী প্রকল্পকে কেন্দ্র করে এবার উঠে এল এক ভয়ংকর দুর্নীতি। হবু জামাইয়ের জন্ম শংসাপত্র জাল করে রূপশ্রীর টাকার জন্য আবেদন করল পাত্রীর বাবা মা।
রূপশ্রী আবেদনে কেলেঙ্কারি!
পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের কথা ভেবে আর্থিক ভাবে পিছিয়ে থাকা দরিদ্র পরিবারগুলিকে মেয়ের বিয়ে দেওয়ার জন্য এককালীন ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। ‘রূপশ্রী’ (Rupashree Scheme) নামের এই সরকারি প্রকল্পের আওতায় বিয়ের আগেই আবেদন করলেই পাওয়া যায় ২৫,০০০ টাকা। সেক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয় গ্রাহকদের। আর এই আবহে শোনা গেল এই প্রকল্পের জন্য আবেদন করতে পাত্রীর বাবা মা হবু জামাইয়ের জন্ম শংসাপত্র জাল করে বিডিও অফিসে জমা দিয়েছে। পুরো বিষয়টি তদন্তের মাধ্যমে ফাঁস হতেই শোরগোল পড়ে গেল এলাকায়।
জাল জন্ম শংসাপত্র নিয়ে আবেদন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া পঞ্চায়েতের সুকান্তনগর এলাকায়। বিডিও অফিসে জমা করা একের পর এক তথ্য ভেরিফাই বা যাচাই করার সময় অফিসারেরা লক্ষ্য করে যে আবেদনকারীর হবু জামাইয়ের জন্ম শংসাপত্র জাল করা। এরপর তদন্তে সবটা ফাঁস হতেই দেরি না করে সঙ্গে সঙ্গে পাত্রীর বাবা-মায়ের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন। থানায় অভিযোগ উঠতেই গতকাল পাত্রীর বাবা-মাকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস।
আরও পড়ুন: ডেউচায় আস্ত জঙ্গল প্রতিস্থাপন করল প্রশাসন! গোটা বাংলায় নজির গড়ল বীরভূম
এই প্রসঙ্গে জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার জানিয়েছেন, ‘হবু জামাইয়ের জন্ম শংসাপত্র জাল করে রূপশ্রী প্রকল্পে টাকা পাওয়ার জন্য জমা দিয়েছিল পাত্রীর পরিবার। শংসাপত্রটি দেখে সন্দেহ হয়। তদন্ত করতেই জানা যায়, সেটি জাল। তারপরেই তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।’ অন্যদিকে আইসি সঞ্জয় দত্ত জানিয়েছেন, ‘তদন্তের স্বার্থে পাত্রীর বাবাকে হেফাজতে চাওয়া হয়েছিল। আদালত তার চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে। কে ওই জাল শংসাপত্র বানিয়ে দিয়েছে তা জানার চেষ্টা চলছে।’
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |