দিঘা মোহনায় উঠল ঝাঁকে ঝাঁকে ইলিশ, দামে ফুটল মৎস্যজীবীদের মুখে হাসি

Published:

Digha Hilsa
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: মৎস্যজীবীদের মুখে ফের হাসি ফুটল! দীঘার মোহনার ঘাটে এবার ইলিশের (Digha Hilsa) ফুলঝুড়ি! 61 দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে সমুদ্রের ডাকে সাড়া দিয়েছে ইলিশ! হ্যাঁ, গভীর রাতে সমুদ্রের বুক চিড়ে প্রায় 700 ট্রলার এবং নৌকা পাড়ি দিয়েছিল রুপোলী শস্যের তাগিদে! আর ভোরের আলো ফুটতেই আসলো বিরাট সুখবর! দীঘা, শংকরপুর, মন্দারমনি উপকূলে শুরু হল মাছের জোয়ার!

ঘটলো ইলিশের মরসুমের শুভ সূচনা

সবে বর্ষার মুখ দেখছে বাংলা। সমুদ্রের বুক থেকে ফিরে আসার ট্রলার আর ভুটভুটির জালে উঠতে শুরু করেছে পমফ্রেট, চিংড়ি, ভোলা। আর সবথেকে বড় আকর্ষণ ইলিশ। দীঘার মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে গত দুই মাস ধরেই নিষেধাজ্ঞা জারি ছিল। আর সেখানে আবারো যেন প্রাণ ফিরেছে। যদিও আড়তের অধিকাংশ এখনো ফাঁকা। তবে ইতিমধ্যেই দেখা মিলেছে ভালো মানের ইলিশ। 

জানা যাচ্ছে, দিঘায় এবার যে ইলিশগুলি উঠেছে, তা প্রায় ওজনে এক কেজির কাছাকাছি। এমনকি মাছগুলি চওড়া আর গঠনেও বেশ ঝাঁ-চকচকে। ফলে মৎস্যজীবীদের মুখে যে হাসি ফুটবে, তা বলার অপেক্ষা রাখে না। এমনকি 1800 গ্রাম ওজনেরও একজোড়া ইলিশের দেখা পেয়ছে বিশ্বজিৎ দাস নামের এক মৎস্যজীবী, যা কিনা 2700 টাকায় বিক্রি হয়েছে। 

আরও পড়ুনঃ হলুদ লাইন পেরোলেই জরিমানা, আজ পর্যন্ত কত জনের পকেট খসল? যা জানাল মেট্রো

উপকূলেও উৎসবমুখর পরিবেশ

শুধু মোহনা নয়! বরং, জামড়াশ্যামপুরে ভুটভুটি সহ অন্যান্য ট্রলারও আজ প্রায় 60 কেজি মাছ ধরে ফিরে এসেছে। আর এর মধ্যে প্রায় 20 কেজিই ইলিশ। ফলে বলার অপেক্ষা রাখে না যে, বাঙালির প্লেটে খুব তাড়াতাড়িই সেই কাঙ্খিত রুপোলি শস্য পড়তে চলেছে!

এমনকি বাজারে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে যে, এবারে ইলিশের দাম ঠিক কত নামবে! যদিও প্রথম দিনের দাম কেজি প্রতি প্রায় 1000 টাকার কাছাকাছি ছিল, যা মধ্যবিত্ত বাঙালির কাছে মোটামুটি হাতের নাগালেই। তবে সবথেকে বড় কথা, যত দিন গড়াবে, তত দাম তলানিতে ঠেকবে!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join