বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারিতে কোটি টাকা জিতেও হওয়া হল না কোটিপতি! এ যেন ভাগ্যের দুঃসাহসিক ব্যর্থতা! সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে পূর্ব বর্ধমান (Bardhaman) জেলার কেতুগ্রামের কিরণ শেখ নামক এক দিনমজুরের সাথে। সূত্রের খবর, গত মার্চে কলকাতা থেকে 30 টাকার একটি ডিয়ার লটারির টিকিট কেটেছিলেন কিরণ। পরবর্তীতে জানতে পারেন তাতে একেবারে কোটি টাকা ফেঁসেছে! তবে সেই সুখবর পাওয়া সত্বেও, হাতে আসেনি কানা কড়িও! কিন্তু কেন? রইল গোটা ঘটনা।
বন্ধুর বিশ্বাসঘাতকতা
পূর্ব বর্ধমানের বাসিন্দা কিরণ। কর্মসূত্রে প্রায়শই কলকাতায় যাতায়াত ছিল তাঁর। অভ্যাসবশত টিকিট কাটতেন প্রায় প্রতিদিনই। তেমনই এক দিন কলকাতার একটি লটারির দোকান থেকে বন্ধু সহযোগে দুটি 30 টাকার টিকিট কেটেছিলেন দুজনে। পরবর্তীতে লটারির ফল প্রকাশিত হলে, কলকাতার ওই বন্ধু কিরণকে ফোন করে জানায় তাঁর লটারিতে হাজারের ঘর লেগেছে।
বন্ধুর কথায় প্রথমে একেবারেই বিশ্বাস হয়নি তাঁর। এরপর লটারির নম্বর মেলানোর নাম করে কিরণের কাছ থেকে সুকৌশলে ওই টিকিটটি কব্জা করেন ওই বন্ধু। গোটা ঘটনা ফাঁস হয়ে যায় লটারি বিক্রেতার এক ফোনেই। কিরণ কলকাতার যেই লটারি সেন্টার থেকে টিকিট কেটেছিলেন, সেই বিক্রেতা কিরণকে ফোন করে জানায়, তাঁর লটারিতে কোটি টাকা বেঁধেছে।
এরপরই বিক্রেতার কথায় তড়িঘড়ি নম্বর মেলাতে গিয়ে দেখেন, কোটি টাকার ওই টিকিট তাঁর কাছে নেই বরং তাঁর ওই বন্ধু আত্মসাৎ করেছে। একথা বুঝতে পেরেই একেবারে মাথায় আকাশ ভেঙে পড়ে কিরণের। বন্ধুর এমন আচরণে হতবাক কিরণের পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের সকলেই।
অবশ্যই পড়ুন: চুপিসারে পাকিস্তানের সাথে অন্য গেম খেলছিল শ্রীলঙ্কা, জানতেই পাল্টা খেলে দিল ভারত
কিরণের বক্তব্য
সম্প্রীতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিরণ শেখ জানিয়েছেন, কলকাতার ঝালগাছি থেকে ওই টিকিট কিনেছিলেন তিনি। পরবর্তীতে ঘুমিয়ে পড়ার কারণে তা মিলিয়ে দেখা হয়নি। আর সেই সুযোগেই তাঁর সহকর্মী তথা দীর্ঘদিনের বন্ধু তাঁর কাছ থেকে টিকিট নিয়ে মিলিয়ে দেখতে চায়। কিরণের অভিযোগ, ঠিক সেই সময়েই আসল টিকিটটি বদলে একটি ভুল টিকিট তাঁকে ধরিয়ে দিয়েছিলেন ওই ব্যক্তি। যার জেরে, কোটি টাকা জিতেও কোটিপতি হওয়া হল না দিন আনা দিন খাওয়া কিরণের!