নদিয়ার তাহেরপুরে পুজো মণ্ডপে আগুন লাগানোর চেষ্টা! ৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত

Published on:

Taherpur

সৌভিক মুখার্জী, কলকাতা: হাতে গোনা আর বাকি কয়েকটা দিন। তবে পুজোর ঠিক আগেই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল নদিয়ার তাহেরপুরে (Taherpur)। সম্মিলনী ক্লাবের পূজা মন্ডপে হঠাৎ করেই গতকাল রাতে আগুন লাগানোর অভিযোগ ওঠে। তবে সৌভাগ্যবশত আগুন সেরকম ভাবে ছড়িয়ে পড়ার আগেই ক্লাবের সদস্যরা তা নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়। আর অভিযোগ দায়ের করার ৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনাটি কী?

স্থানীয় এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, নদিয়ার তাহেরপুর সম্মিলনী ক্লাবের এবারের থিম ছিল দীঘার জগন্নাথ মন্দির। উল্লেখ্য, বিগত অক্ষয় তৃতীয়াতে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে এই জগন্নাথ মন্দির উদ্বোধন করেছিলেন। আর এবার সেই থিমই তাঁরা ফুটিয়ে তুলছিলেন তাঁদের পুজো মন্ডপে। চলছিল জোরকদমে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে হঠাৎ করে গতকাল অর্থাৎ রবিবার গভীর রাতে প্যান্ডেলে আগুন লেগে যায়।

জানা যাচ্ছে, গতকাল গভীর রাতে অর্থাৎ রাত ১ টার দিকে অমং সাউ নামের এক দমদমের বাসিন্দা, যিনি বন্ধুর বাড়িতে ঘুরতে এসেছিলেন, সে’ই নেশার ঘোরে গ্যাস লাইটার ব্যবহার করে মন্ডপের এক পাশে আগুন লাগিয়ে দিয়েছিল। জানা যাচ্ছে, সারারাত ধরে ভরপুর মদ খেয়েছিল সে। নেশার ঘোরেই তাঁর এই কাজ। ক্লাবের সদস্যরা তড়িঘড়ি বিষয়টি টের পেলে জল দিয়ে দ্রুত আগুন নেভানো যায়। ফলে বড়োসড় কোনও বিপদ এড়ানো সম্ভব হয়।

পুলিশের পদক্ষেপ

উল্লেখ্য, অভিযোগ পাওয়া সঙ্গে সঙ্গেই তাহেরপুর থানার পুলিশ এবং রানাঘাট থানার একটি টিম তদন্ত নেমে যায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। এরপর মাত্র চার ঘন্টার মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ ধৃত ব্যক্তিকে রানাঘাট মহাকুম আদালতে পেশ করা হয়েছে।

আরও পড়ুনঃ ওয়াকফ আইনে পুরোপুরি স্থগিতাদেশ নয়, তবে এই ৫ নিয়মে বদলের পক্ষে সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই তাহেরপুর সম্মিলনী ক্লাব তাদের থিমের জন্য বছরের সেরা পুজোর তকমা পায়। তবে এবারের এই ঘটনায় ক্লাবের সদস্য ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তা বলার অপেক্ষা রাখে না। পুলিশের আশ্বাস, অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, আর এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সে বিষয়ে নজরদারি চালানো হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥