প্রীতি পোদ্দার, কলকাতা: ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর অভিযানের পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের উত্তেজনা যেন ক্রমেই বেড়ে চলেছে। সীমান্তে একের পর এক গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তান। তবে চুপ করে থাকেনি ভারতও। একের পর এক গুলির জবাব দিয়েছেন তাঁরা। এমনকি যুদ্ধ বিরতি ঘোষণা হলেও যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এর পরেই বিক্ষোভে ফেটে পড়ে দেশের মানুষ। সকলেই চাইছে এর কড়া জবাব দিক ভারতীয় সেনা। আর এই আবহেই এবার ভারত বিদ্বেষী মন্তব্য করায় এক যুবককে গণপিটুনির শিকার হতে হল।
ঘটনাটি কী?
সূত্রের খবর, বারাসতের (Barasat) চাপাডালি মোড় সংলগ্ন এলাকায় এক মাংস বিক্রেতা রিজুয়ান কুরেশি নামে এক ব্যক্তি সামাজিক মাধ্যমে একটি ভারতবিদ্বেষী পোস্ট করেছিলেন। এবং পাক প্রধানমন্ত্রীর ছবি দিয়ে সমর্থনও করেছিলেন। যা নিয়ে একাধিক মতবিরোধ তৈরি হয়। সতর্ক করা সত্ত্বেও একের পর এক পোস্ট করতে থাকে রিজুয়ান নামের ওই ব্যক্তি। শেষমেষ গতকাল অর্থাৎ সোমবার সকালে বারাসতের একদল যুবক তাঁর দোকানে গিয়ে দোকান বন্ধ করে দেন বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, দোকান থেকে বের করে অভিযুক্তকে গণপিটুনিও দেওয়া হয়।
তদন্তে নেমেছে পুলিশ
এরপর পরিস্থিতি বেগতিক দেখে আশেপাশের স্থানীয় বাসিন্দারা বারাসত পুলিশে খবর দেয়। সঙ্গে সঙ্গে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার পুলিশ। কিন্তু পুলিশ আসতেই অভিযুক্ত এবং তাঁর সঙ্গীরা পালিয়ে যায়। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় বারাসত থানায়। তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ। প্রশ্ন উঠছে হঠাৎ করে কারা এভাবে এসে আইন হাত তুলে নিল, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আলোচনা করে ইতিমধ্যেই তাঁদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
আরও পড়ুনঃ যেই S-400 ধ্বংসের দাবি করেছিল পাকিস্তান, সেই সুদর্শন চক্রের সামনে দাঁড়িয়ে হুঙ্কার মোদির
অন্যদিকে ভারত পাকিস্তানের যুদ্ধের আবহে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে সাইবার সেল। তার অন্যতম প্রধান কারণ হল কেউ যাতে সামাজিক মাধ্যমে কোনও ভারত বিদ্বেষী কিংবা বিভ্রান্তিকর পোস্ট না করেন। এছাড়াও যুদ্ধ পরিস্থিতি নিয়ে কেউ যেন উত্তেজনামূলক গুজব না ছড়াতে পারে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে এক বড় সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু রিপোর্ট সূত্রে জানা গিয়েছে প্রশাসনের সতর্কতাকে অমান্য করে অনেকেই ভুলভাল পোস্ট করছে, তাঁদের কে এবার নজরের আওতায় আনতে চলেছে প্রশাসন।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |