বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের আগুনের ঝলকানি দেখল শিয়ালদহ (Sealdah)। শনিবার বিকেল 4 টে নাগাদ শিয়ালদহ স্টেশনের বাইরের একটি ফুড কোর্টে আচমকা আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে ফুড স্টলের একটি অংশ। সূত্রের খবর, তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
দমকল কর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানো গিয়েছে। স্বস্তির বিষয়, এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। ঠিক কী কারণে খাবারের দোকানে আগুন লাগল সে বিষয়েও কোনও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে খবর, সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ওই ফুড কোর্টে। সংশ্লিষ্ট মহলের দাবি, ফুড স্টলটিতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ কেউ আবার মনে করছেন, ফুড স্টলটির পাশের রোলের দোকান থেকেও আগুন লেগে থাকতে পারে।
দাউ দাউ করে জ্বলতে থাকে ফুড কোর্ট
শিয়ালদহ স্টেশনের বাইরে ফুড কোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে শিয়ালদহ চত্বরে উপস্থিত বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শনিবার বিকেল 4 টে নাগাদ ফুড কোর্টটিতে আগুন লাগে। জানা যায়, শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখায় ঢোকার মুখেই রয়েছে ওই ফুড স্টলটি। তবে ঠিক কী কারণে ফুড জংশনটিতে আগুন লাগলো সে বিষয়ে কোনও স্পষ্ট উত্তর মেলেনি। যদিও অনেকে মনে করছেন, ফুড স্টলে শট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
ফুড কোর্টের একেবারে কাছেই যেহেতু রেল ও মেট্রো স্টেশন এবং পাশেই বি আর সিং হাসপাতাল, তাই অগ্নিকাণ্ডের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে শিয়ালদহ স্টেশন চত্বরে। স্টেশন লাগোয়া ফুড কোর্টে আচমকা আগুন লেগে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন বহু যাত্রী। বলে রাখা ভাল, অগ্নিদগ্ধ ফুড কোর্ট থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে শিয়ালদহ অটো ও ট্যাক্সি স্ট্যান্ড। আর সেই কারণে ফুড স্টলে আগুন লাগার ঘটনা কানে আসতেই হুড়োহুড়ি পড়ে যায় স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ড চত্বরে।












