প্রীতি পোদ্দার, কলকাতা: ভিনরাজ্যে বাঙালি শ্রমিক হত্যা! মহারাষ্ট্রে কাজে গিয়ে নৃশংসভাবে খুন হলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার ৩৩ বছরের এক পরিযায়ী শ্রমিক। মৃতের নাম আবু বক্কর মণ্ডল। রীতিমত কুপিয়ে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়া হয় তাঁর দেহ। তদন্তে নেমে মহারাষ্ট্রের ভাসি থানার পুলিশ একটি ডোবা থেকে উদ্ধার করে সেই দেহ। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।
ঘটনাটি কী?
News 18 বাংলার রিপোর্ট অনুযায়ী, বাদুড়িয়ার নারায়ণপুর গ্রামে বছর ৩৩-এর আবু বক্কর মণ্ডল কয়েক বছর আগে কাজের সূত্রে মহারাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন। ভাসি থানার ওয়াসিগাঁও এলাকায় স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। গত রবিবার, ২০ জুলাই সন্ধ্যার পর থেকে আবু বক্কর মণ্ডলের কোনও খোঁজ পাওয়া যায়নি। এমনকি বারংবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির পরও না পাওয়া গেলে শেষে ভাসি থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তদন্তে নামে পুলিশ।
🚨#BJPPrePollTerror against Bengalis continue…
A migrant worker from Baduria, North 24 Parganas, was murdered while going to work in Maharashtra. The deceased has been identified as Abu Bakkar Mandal (33). It is alleged that he was brutally hacked to pieces, tied in a sack and… pic.twitter.com/622680SAhI— Sanghamitra Bandyopadhyay (@SanghamitraLIVE) July 25, 2025
কবরস্থ করা হয় দেহ
টানা দুদিন ধরে তদন্তের পরে পুলিশের তরফে জানানো হয়েছে যে গত মঙ্গলবার আবুবক্কর যেখানে থাকতেন তার থেকে বেশ কিছুটা দূরে একটি ডোবার ভিতরে বস্তাবন্দি অবস্থায় টুকরো টুকরো করা তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই মৃত শ্রমিকের পরিবার তাঁর দেহ শনাক্ত করেছে। এরপর দেহটির ময়নাতদন্তের পর মহারাষ্ট্র থেকে তাঁর কফিনবন্দি দেহ গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে বাদুড়িয়ার বাড়িতে আনা হয়। দেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়েন আবু বক্করের মা-বাবা-সহ আত্মীয় পরিজনরা। গতকাল রাতেই আবু বক্করের দেহ কবরস্থ করা হয়।
আরও পড়ুন: পিছিয়ে গেলেন ইন্দিরা গান্ধী! একটানা প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি
এই ঘটনায় মৃত শ্রমিকের জামাইবাবু শাহানুর গাজি সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, “আমরা দোষীদের ফাঁসি চাই। এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি কেন পরিযায়ী শ্রমিককে খুন করা হল, তা খতিয়ে যেন দেখেন তিনি।” অন্যদিকে মহারাষ্ট্রের ভাসি থানার পুলিশ এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে। কেন আবু বক্করকে খুন করা হল, তা নিয়ে রীতিমত চিরুনি তল্লাশি চলার পাশাপাশি পরিবারের সঙ্গে জিজ্ঞাসাবাদ পর্বও চলছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |