আরও একটি নতুন ব্রিজ পাচ্ছে কলকাতা, পাঁচ লেনের হতে চলেছে ইএম বাইপাস সড়ক

Published on:

kolkata em bypass

শ্বেতা মিত্র, কলকাতাঃ সাধারণ মানুষের নিত্য যাত্রা যাতে উন্নত হয় সেটার জন্য জোরকদমে কাজ করেই চলেছে সরকার। অন্যদিকে সাধারণ মানুষের রোজকার যাতায়াত ব্যবস্থা যাতে উন্নত হয় সেটার জন্য নিরলসভাবে কাজ করছে মেট্রোও। এহেন অবস্থায় এবার সাধারণ মানুষের সুবিধার্থে কলকাতায় একটি ব্রিজ করা হবে বলে খবর। সবকিছু ঠিকঠাক থাকলে সামনের মাসেই অর্থাৎ আগামী ডিসেম্বরে মেট্রোপলিটনে অরেঞ্জ লাইনের মেট্রো স্টেশন থেকে কয়েক গজ দূরে ইএম বাইপাসের দক্ষিণমুখী অংশটি আরও প্রশস্ত হবে। এর কারণ নতুন ব্রিজ তৈরী করা হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নতুন ব্রিজ পাচ্ছে শহর!

আসলে আরভিএনএল যাতায়াত ব্যবস্থাকে নতুন মাত্রা দিতে একটি উড়ালপুল তৈরি করবে। সংস্থাটি কলকাতার ইএম বাইপাসের উপর মেট্রোপলিটন ক্রসিং থেকে মহিষবাথান পর্যন্ত একটি ফ্লাইওভার করার পরিকল্পনা করছে। স্টিল ও কংক্রিটের গার্ডার দিয়ে তৈরি সেতুটির ওজন ২৪০ টন। এটি একটি বেইলি ব্রিজের চেয়ে পাঁচগুণ ভারী এবং দীর্ঘস্থায়ী হবে বলে দাবি। সেতুটি বিদ্যমান তিন লেনের (১১.৩ মিটার প্রশস্ত) লোড ব্রিজ বা বড় কালভার্টে যুক্ত হওয়ার পরে, চার চাকা গাড়ি চলাচল করতে সক্ষম হবে।

দুর্ভোগ কমবে সাধারণ মানুষের?

মেট্রোপলিটন শহরের ব্যস্ততম ক্রসিংগুলির মধ্যে একটি, প্রতিদিন ৮.৮ লক্ষ যানবাহন একটি লেন অতিক্রম করে। অন্যদিকে উত্তরমুখী অংশটি ছয় লেনের৷ ইএম বাইপাসের মূল তত্ত্বাবধায়ক KMDA-র পাশাপাশি দুটি লোড ব্রিজ তৈরি করা হয়েছে৷ গত বছরের মে মাস নাগাদ কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ২৯ কিলোমিটার নিউ গড়িয়া-বিমানবন্দর (অরেঞ্জ) লাইনের বাস্তবায়নকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) কাছে বিষয়টি উত্থাপন করে৷

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এরপর আরভিএনএল চারটি মেট্রো পিয়ার তৈরি করতে এবং মেট্রোপলিটনে ১২৫ মিটার ভায়াডাক্ট (যেখানে ট্র্যাক স্থাপন করা হয়) সেতু করার জন্য জায়গার খোঁজ করছিল। পুলিশ জানিয়েছে যে ঘটনাস্থলে একটি বেইলি ব্রিজ নির্মিত হলেই তারা মেট্রো নির্মাণের সুবিধার্থে জায়গাটি হস্তান্তর করবে। এবার সেটাই হয়তো বাস্তবায়িত  হতে চলেছে বলে খবর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group