Indiahood-nabobarsho

আর টালবাহানা নয়, দুয়ারে রেশন নিয়ে নয়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের! লাভ আমজনতার

Published on:

new guideline

প্রীতি পোদ্দার, কলকাতা: পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সবসময় খবরের শিরোনামে উঠে আসে। যার মধ্যে অন্যতম হল রেশন দুর্নীতি। আর এই রেশন দুর্নীতি নিয়ে সমালোচনার পারদ সবসময় তুঙ্গে থাকে। এখনও এই দুর্নীতি কাণ্ডে শাসকদলের অনেক দাপুটে নেতা জেলবন্দি। সঙ্গে রেশন ডিলারদের বিরুদ্ধেও নানা কারচুপি, ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী লুটপাটের খবরও উঠে আসে। অন্যদিকে আবার দুয়ারে রেশন নিয়েও বারবার অভিযোগ উঠে আসে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রেশন সামগ্রী নিয়ে কারচুপি ডিলারদের

অনেক সময় শোনা যায়, রেশন সামগ্রীর ওজন মাপার জন্য বহু জায়গায় খাদ্য দফতরের মেশিন বন্ধ রেখে দাঁড়িপাল্লা ব্যবহার করা হয়। আর ফলে খাদ্য সামগ্রী ওজন বেশি দেখিয়ে কম দেওয়া হয়। কোথাও আবার ওজন মাপার যন্ত্রের পরিবর্তে বাটখারা হিসেবে ইঁট, পাথর, বালি এসবও ব্যবহার করা হয়।

তাই এবার সেই সকল কারচুপি সম্পূর্ণরূপে রদ করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ‘দুয়ারে রেশন’ নিয়ে নানা জটিল সমস্যা নির্মূল করতে এবার নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। যেই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে এখন থেকে সপ্তাহে চারদিন ‘দুয়ারে রেশন’ পৌঁছে দিতেই হবে ডিলারদের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দুয়ারে রেশন নিয়ে কড়া ব্যবস্থা রাজ্যের

এছাড়াও সেই নির্দেশিকায় বলা হয়েছে প্রতি সপ্তাহের মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দুয়ারে রেশন চলাকালীন বন্ধ থাকবে সংলগ্ন এলাকার ফেয়ার প্রাইস শপ বা রেশন দোকান। ঠিকঠাকভাবে ওজন করে ডিলারদের রেশন বণ্টন করতে হবে গ্রাহকদের। এছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে অবশ্য রেশন দোকান থেকেই খাদ্যসামগ্রী বিক্রি করতে পারবেন ডিলাররা। এমনকি শনি ও রবিবার খোলা রাখতেই হবে রেশন দোকান। আসলে ডিলারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতেই এই নিয়ম কার্যকর করতে চলেছে রাজ্য সরকার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group