ছুটিতে বাড়ি আসাই হল কাল! চুঁচুড়ায় বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ গেল অগ্নিবীর জওয়ানের

Published:

Road Accident In Chinsurah
Follow

প্রীতি পোদ্দার, চুঁচুড়া: ফের রাতের অন্ধকারে সড়ক দুর্ঘটনা! পুজোর ছুটিতে বাড়ি এসে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত এক অগ্নিবীর জওয়ান। গত রবিবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চুঁচুড়া (Road Accident In Chinsurah) পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তামলীপাড়া ঘাট সংলগ্ন এলাকায়। মৃতের নাম অনুরাগ কুমার সিং।

ঠিক কী ঘটেছিল?

রিপোর্ট অনুযায়ী, পুজোর ছুটিতে বাড়ি এসেছিল ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ২২ বছরের এক অগ্নিবীর জওয়ান অনুরাগকুমার সিংহ। গত রবিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় তার। ঘটনাটি ঘটে চুঁচুড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তামলিপাড়া ঘাট সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে তিনটি বাইক দ্রুত গতিতে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল। তখনই একটি স্কুটিতে থাকা দুই আরোহীর সঙ্গে পিছন দিক থেকে আসা দুটি বাইকের সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যেই প্রায় ৫ থেকে ৬ জন রাস্তার দুই পাশে ছিটকে পড়েন। আহতদের মধ্যে এক জন মহিলা ছিলেন বলে জানা গিয়েছে। আহতদের ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা অনুরাগকে মৃত বলে ঘোষণা করেন। এবং দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

ঘটনাস্থলে যান পৌরসভার স্বাস্থ্য সিআইসি

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অগ্নিবীর জওয়ান অনুরাগকুমার সিংহর বাড়ি হুগলির সাহাগঞ্জের ডানলপে। তাঁর কর্মস্থল ছিল জম্মু-কাশ্মীরে। তিন বছর আগে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। কিন্তু পুজোর ছুটিতে বাড়িতে ফেরাই তার কাল হল। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোন হুগলি-চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী। তিনি বলেন, “গঙ্গার ধারে দ্রুত গতিতে বাইক চালানোর প্রবণতা অত্যন্ত বিপজ্জনক। আজকের এই দুর্ঘটনা সম্পূর্ণ বেপরোয়া গতির ফল।” এদিকে এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে অনুরাগের পরিবার ও বন্ধুমহলে।

আরও পড়ুন: দুর্গাপুর কাণ্ডে প্রকাশ্যে মূল অভিযুক্তের নাম

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ সড়ক দুর্ঘটনা ঘটে হুগলি জেলার পান্ডুয়ার কোচমালি এলাকায়। জানা গিয়েছে ওইদিন কালী প্রতিমা নিরঞ্জন উপলক্ষ্যেই পান্ডুয়ায় জিটি রোডের একাংশে গাড়ি চলাচল নিষিদ্ধ ছিল। ফলে কোচমালি এলাকায় নো এন্ট্রি জোনের বাইরে শতাধিক লরি দাঁড়িয়ে ছিল। আর সেই সময় একটি মোটরবাইকে চড়ে তিনজন যুবক মেমারির দিক থেকে পান্ডুয়ায় যাচ্ছিলেন। তাঁদের মোটরবাইকটির গতিবেগও যথেষ্ট বেশি থাকায় বাইকটি একটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে। আর তাতেই মর্মান্তিক মৃত্যু হয় এক মোটরবাইক আরোহীর। স্থানীয়দের দাবি, এলাকায় নিয়মিত পুলিশ টহল ও নজরদারি বাড়ানো না হলে এমন দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join