সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার শিরোনামে উঠে এল আসানসোল (Asansol)। আর এবার সেখানে যা ঘটল তা আপনাকে চমকে দেবে। সকলের সামনে এক বন্দুকধারী এসে পুরকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে যুবককে লক্ষ্য করে গুলি চালানোর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক গতিতে ভাইরাল হয়েছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
আসানসোলে যুবককে লক্ষ্য করে চলল গুলি
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এরপর সেই রাস্তাতেই দুজন বাইক নিয়ে আসছে এবং যুবকটিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে দিচ্ছে। রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। ঘটনাটি ঘটেছে আসানসোল-কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর ফাঁড়ির রহমান পাড়া এলাকায়। এহেন গুলিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আসানসোল শিল্পাঞ্চল চত্ত্বরে।
আরও পড়ুনঃ দুর্গাপুর-হাওড়া AC লোকালের দাবিতে চিঠি রেলমন্ত্রীর কাছে, আশ্বাস দিলেন অশ্বিনী বৈষ্ণব
ইতিমধ্যে এই গুলিকাণ্ডের সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, আহত যুবককে উদ্ধার করে তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসেন প্রত্যক্ষদর্শীরা। যদিও জানা গিয়েছে যে ওই যুবকের মৃত্যু ঘটেছে হাসপাতালেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তদন্ত শুরু পুলিশের
এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, আহত যুবকের নাম জাভেদ বারি। সে পুরসভার একজন ঠিকাকর্মী। এলাকায় সে ভালো ছেলে হিসেবেই পরিচিত। তারপরেও জাভেদের মতো এত ভালো ছেলের সঙ্গে কীভাবে এরকম ঘটনা ঘটে গেল তা ভাবাচ্ছে সকলকে। দুষ্কৃতীরা এখনও অধরা। কী কারণে জাভেদকে খুন করা হল তা খতিয়ে দেখছে পুলিশ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |