রূপনারায়ণপুরে রেল লাইন থেকে উদ্ধার নিরাপত্তারক্ষীর দেহ, খুন নাকি আত্মহত্যা?

Published on:

rupnarayanpur body recover

সহেলি মিত্র, কলকাতাঃ নতুন মাসের শুরুতেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। রূপনারায়ণপুরে (Rupnarayanpur) রেল লাইন থেকে উদ্ধার হল এক নিরাপত্তারক্ষীর দেহ। আজ মঙ্গলবার সকালে রূপনারায়ণপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। বিখ্যাত রূপনারায়ণ রেল ব্রিজের তলা থেকে উদ্ধার হল আছড়া গ্রামের বাসিন্দা উত্তম দে (৪৮)-র। আত্মহত্যা নাকি খুন, সেই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

রূপনারায়ণপুরে রেললাইন থেকে উদ্ধার নিরাপত্তা কর্মীর দেহ

স্থানীয় সূত্র অনুযায়ী, পেশায় নিরাপত্তা কর্মী উত্তম দে আছড়া গ্রামের বাসন্দা। আসানসোলে তিনি নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। বাড়িতে রয়েছে স্ত্রী ও দুটি ফুটফুটে ছেলে-মেয়ে। ছেলে শুভম আসানসোল বিবি কলেজের পড়ুয়া, কন্যা সুস্মিতা আছড়া যজ্ঞেশ্বরের ছাত্রী, সামনের বছরের মাধ্যমিক পরীক্ষার্থী।

আরও পড়ুনঃ দুর্গাপুরে স্কুলের শৌচালয়ে ধূমপান ছাত্রের! ধরে ফেলায় শিক্ষকদের মারধর পড়ুয়ার পরিবারের

পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে উত্তম দে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর‌ আজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে জানতে পারেন বড় একটা অঘটন ঘটে গেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, উত্তমবাবুর সঙ্গে এরকম করুণ পরিণতি কেন ঘটল? পরিবারের তরফে জানানো হয়েছে‌ জানা গেছে বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় কাবু হয়ে পড়েছিলেন উত্তমবাবু। চিকিৎসা বাবদ জলের মতো টাকা খরচ হয়। যে কারণে বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন তিনি। পরিবারে চরম আর্থিক টানাপোড়েন চলছিল। এসবের মাঝেই রেল লাইন থেকে ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

দেহ উদ্ধার করল পুলিশ

এদিন দিল্লি- হাওড়া মেন লাইনের আসানসোলমুখি লাইনের পাশে তার দেহ দেখতে পান স্থানীয় মানুষজন। তড়িঘড়ি খবর দেওয়া হয় রেল পুলিশকে। এরপর খবর পেয়ে আরপিএফ এবং রেল পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। তদন্ত চলছে বলে খবর।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥