গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝলসে গেল কলকাতা পুলিশের ASI সহ তিন

Published:

bankura gas cylinder blast
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সিলিন্ডার বদলানোর সময় গ্যাস লিক (LPG Cylinder Leak) হয়ে অগ্নিকাণ্ডে ঝলসে গেলেন কলকাতা পুলিশের এএসআই সহ তাঁর দুই আত্মীয়। সূত্রের খবর, বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের আকুঞ্জিডাঙা এলাকায় সিলিন্ডার বদলাতে গিয়েই লিক করে রান্নার গ্যাস। ঘটনাটি ঘটেছে গতকাল, অর্থাৎ শুক্রবার রাতে। আচমকা এই গ্যাস লিক থেকেই আগুনের সূত্রপাত। আর তাতেই ঝলসে যান তিনজন।

ঘটনার খবর পাওয়া মাত্রই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছারখার। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে দ্রুত বিষ্ণুপুর সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কীভাবে ঘটল এই ঘটনা?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আকুঞ্জিডাঙা এলাকায় শুক্রবার রাতে নিজের বাড়িতে সবিতা পাল নামের ওই মহিলা রান্না করছিলেন। তবে রান্না করার সময়ই সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। তৎক্ষণাৎ অন্য একটি সিলিন্ডার এনে ওভেনের সঙ্গে লাগানোর চেষ্টা করছিলেন সবিতা। তবে সমস্যা হওয়ায় তাঁকে সাহায্য করেছিলেন সবিতার ভাসুর অবসরপ্রাপ্ত সেনা কর্মী জগন্নাথ পাল এবং তাঁর জামাই সঞ্জয় কুন্ডু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় কুন্ডু কলকাতা পুলিশের এএসআই।

উল্লেখ্য, সে সময় হঠাৎ করে সিলিন্ডার থেকে গ্যাস বেরোতে শুরু করে বলেই অভিযোগ। তবে তৎক্ষণাৎ না বুঝতে পারায় লাইটার জ্বালিয়ে ফেলে তারা। এতেই দাউদাউ করে গোটা রান্নাঘরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় রান্নাঘরের সব জিনিসপত্র। আর সেখানে ঝলসে যান সবিতস দেবীসহ জগন্নাথ পাল এবং সঞ্জয় কুন্ডু। তড়িঘড়ি বিষ্ণুপুর সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করানো হয় তাঁদের।

আরও পড়ুনঃ আমেরিকায় গিয়ে ৪৩০০ কোটির ব্যাঙ্ক জালিয়াতি! কে এই ভারতীয় বংশোদ্ভূত বঙ্কিম ব্রহ্মভট্ট?

এদিকে আহতদেরকে দেখতে যান বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ এবং পুরপ্রধান গৌতম গোস্বামী। তিনি বলেছেন, স্থানীয় কাউন্সিলরের থেকেই আগুন লাগার খবর পেয়েছি। কাউন্সিলর এবং পুরপ্রধানকে সঙ্গে নিয়ে আমরা হাসপাতালে ছুটে এসেছি। খুবই মর্মান্তিক ঘটনা। আহত তিনজনের অবস্থা খুবই আশঙ্কজনক। চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। তারা সর্বত্রভাবে চেষ্টা করছেন। আমরা তাদের পাশে আছি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join