ভাই মোদী, দিদি মমতা! বীরভূমের দুবরাজপুরের ভোটার এই পরিবার

Published:

Narendra Modi
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: দুবরাজপুরে ভোটার তালিকায় উঠে এল নরেন্দ্র মোদীর (Narendra Modi) নাম! কিন্তু ভারতের প্রধানমন্ত্রী তো থাকেন গুজরাটের আহমেদাবাদে। গত বছর লোকসভা ভোটের সময়ও তাঁকে আহমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে ভোট দিতে যেতে দেখা গিয়েছিল, তাহলে দুবরাজপুরে কী করে সম্ভব? না না ঘাবড়াবেন না, আসল টুইস্ট তো সেখানেই। বীরভূম জেলার দুবরাজপুরের যে নরেন্দ্র মোদী রয়েছেন তিনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, এক সাধারণ মানুষ।

দুবরাজপুরের বাসিন্দা নরেন্দ্র মোদী

জানা গিয়েছে, পেশায় ব্যবসায়ী নরেন্দ্র মোদি দুবরাজপুরের ১৩ নম্বর ওয়ার্ডে কাছারিপাড়ায় বাড়িতে থাকেন। তাঁদের আদি বাড়ি রয়েছে রাজস্থানে। কিন্তু, অনেক বছর আগে দুবরাজপুরে চলে এসেছে তাঁর গোটা পরিবার। এখানে থাকতে থাকতে দিব্যি বাংলায় কথাও বলেন। ভোট দেন দুবরাজপুরের শিশু বিদ্যাপীঠ স্কুলে। কিন্তু নামটা প্রধানমন্ত্রীর সঙ্গে একদম মিলে যাওয়ায় তাঁকে নিয়ে কম চর্চা হয় না। যদিও এলাকার বাসিন্দারা মুন্না বলেই ডাকেন তাঁকে। কিন্তু, দূরে কোথা কোনও কাজে গিয়ে নিজের নাম বলার পর বেশ রঙ্গও হয় সেখানে। শুধু কি তাই তাঁর দিদির নামও বাংলার মুখ্যমন্ত্রীর নামের সঙ্গে মিল রয়েছে অর্থাৎ মমতা হল নরেন্দ্র মোদীর দিদি।

আরও পড়ুন: ফের কলকাতায় উদ্ধার টাকার পাহাড়, পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে তারাতলায় বড় সফলতা ইডির

মোদীর বড় দিদির নাম মমতা!

রাজনৈতিক ময়দানে যেখানে প্রতি মুহূর্তে মমতা এবং মোদীর মধ্যে সাপে নেউলে সম্পর্ক, সেখানে বাংলাতেই মমতা এবং নরেন্দ্র মোদি এবং মমতার মধ্যে ভাই বোনের সম্পর্ক। আর সেই নিয়ে গ্রামের মধ্যে কম হাসাহাসি হয় না। যদিও সেই মজা তাঁরাও বেশ উপভোগ করে। এই প্রসঙ্গে দুবরাজপুরের মোদী জানালেন “আসানসোলে ডাক্তার দেখাতে গিয়ে নাম বলার পর অনেকে বলেন, বাবা-রে নরেন্দ্র মোদী চলে এসেছে। নাম শুনে চমকে যায়। সবাইকে বলি, আমি প্রধানমন্ত্রী নই। সাধারণ মানুষ।” এদিকে যেমন নামে ঠিক তেমনই কামেও। কারণ দুবরাজের এই নরেন্দ্র মোদি নাকি গুজরাটের নরেন্দ্র মোদীর বেশ ভক্ত। আবার মসকরা করে তিনি এও বলেন যে, “আমরা এক ভাই ও তিন বোন। তার মধ্যে বড় দিদির নাম মমতা। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন।”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join