সৌভিক মুখার্জী, কলকাতা: সাতসকালে খাস কলকাতা এক মহিলার উপর চলল গুলি (Kolkata Shootout)। দক্ষিণ হরিদেবপুর এলাকার এক ক্লাবের সামনেই চলেছে এই শুটআউট। স্থানীয় সূত্র অনুযায়ী খবর, এক মহিলাকে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসেই গুলি চালায়। এমনকি ওই মহিলার পিঠে গুলি লাগে এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তবে কী কারণে তাঁর উপর গুলি চালানো হল, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য হাতে আসেনি।
সাত সকালেই কলকাতায় শুটআউট
সূত্রের খবর, সকালে হরিদেবপুরের একটি ক্লাবের সামনে দিয়ে মৌসুমী হালদার নামের এক মহিলা হেঁটে যাচ্ছিলেন। তবে হঠাৎ করেই বাইকে করে কিছু দুষ্কৃতীরা এসে তাঁর উপর গুলি চালায়। পিছন দিক থেকে শুটআউট করে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা। তবে মহিলার পিঠে একটি গুলি লেগে যায়। আর রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি। বলাবাহুল্য, মৌসুমী দেবীর ছেলে ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন। তড়িঘড়ি তিনি মাকে উদ্ধার করে নিয়ে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যান। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, কোনও পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। এমনকি সাত সকালে এই কান্ডের জেরে গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়েই তদন্ত নেমে পড়েছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে প্রশাসন। যদিও এখনও পর্যন্ত এই শুটআউটের পিছনে আসল রহস্য সামনে আসেনি।
আরও পড়ুনঃ ঘুষি মেরে ফেলল রাস্তায়! বাড়ির সামনে আক্রান্ত জ্যোতিপ্রিয় মল্লিক, গ্রেফতার যুবক
স্থানীয় এক বাসিন্দার বক্তব্য, তিনি সকালবেলা বাড়িতে রান্না করছিলেন। আচমকা গুলির শব্দ শুনতে পান। জানলা দিয়ে দেখতে পান এক মহিলার পিঠে গুলি লেগেছে। এমনকি তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। তবে তাঁর ছেলে কাছে থাকায় তিনি মাকে তুলে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানাচ্ছেন যে, ওই মহিলার অবস্থা খুব একটা ভালো নয়। হরিদেবপুর থানার পুলিশ অনুমান করছে, পুরনো কোনও শত্রুতার জেরেই হয়তো মহিলার উপর গুলি চালানো হয়েছে। হরিদেবপুর থানার পুলিশ এই ঘটনা নিয়ে লালবাজারের গোয়েন্দাদের সঙ্গেও কথা বলেছে। আর এই গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। অবস্থার অবনতি হলে মহিলাকে এসএসকেএম হাসপাতালে ট্রান্সফার করা হয়। বর্তমানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।












