সহেলি মিত্র, কলকাতাঃ এবার চলন্ত লোকাল ট্রেনের ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হল। অবশ্য ট্রেনের সঙ্গে কিছু হয়নি, কিন্তু ট্রেনের মধ্যে থাকা এক মহিলা যাত্রী যে কাণ্ড ঘটিয়েছেন তা দেখে আঁতকে উঠেছেন সকলে। এমনকি রেল যদি ওই মহিলাকে ধরতে পারে তাহলে তাঁর সঙ্গে যে কী কী হবে সেটা কল্পনাও করতে পারছেন না অনেকে। এমনিতে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই কিছু না কিছু জিনিস চোখে পড়ে। সে ভিডিও হোক বা ছবি, সেগুলি দেখে কখনও আমরা আনন্দ পাই, রাগ করি তো আবার খুশি হই। কিন্তু এবারে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা দেখে আপনিও শিহরিত হয়ে যাবেন।
ট্রেনে ইট ছুঁড়লেন মহিলা
নিশ্চয়ই ভাবছেন ওই ভাইরাল ভিডিওতে কী আছে? তাহলে জানিয়ে রাখি, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ‘একজন মহিলা যাত্রী লোকাল ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে রয়েছেন। ট্রেনটি চলছে। তাঁর হাতে কিছু আছে। এদিকে অপরদিক থেকে আরও একটি লোকাল ট্রেন আসছিল, সেটা দেখার জন্য তক্কে তক্কে ছিলেন মহিলা। এরপর যেই অপরদিক থেকে ট্রেনটি আসল ব্যস মহিলার হাতে থাকা ইট বা পাথর দিয়ে অপর ট্রেনের লোকো পাইলটকে লক্ষ্য করে ছুঁড়ে মারেন (Women Attack Loco Pilot)।
হামলার তীব্রতা এতটাই ছিল যে ওই কাঁচে ইটটা লেগেছে সেটা ভালোই বোঝা গেছে। ভিডিওটির ক্যাপশনটি আবার আরও মজাদার। লেখা রয়েছে, আপনাদের সকলের কাছে একটাই প্রশ্ন, এই মহিলাটির সঙ্গে লোকো পাইলটের কী শত্রুতা? কমেন্টে অবশ্যই জানাবেন।
आप सभी से एक सवाल है?
इस औरत के साथ लोको पायलट से क्या दुश्मनी है?
कमेंट मे जरूर बताना!🤣 pic.twitter.com/VPJVOqfjT5— 🏅Arzoo Alam (@ArzooAl34714966) October 16, 2025
ভাইরাল ভিডিও ঘিরে হৈচৈ
ইতিমধ্যে এই ঘটনার ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যতদুর জানা যাচ্ছে ঘটনাটি বাংলারই, কারণ ট্রেনের গায়ে লেখা রয়েছে পূর্ব রেলের। যদিও পূর্ব রেলের কোন বিভাগে এই ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি।।