হাসপাতালের বদলে গাড়িতেই প্রসব, আশ্চর্য ঘটনা হুগলির বৈদবাটিতে

Published:

hooghly
Follow

সহেলি মিত্র, কলকাতা: হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সন্তানের জন্ম দিলেন মহিলা। উপায় না পেয়ে মারুতির চারচাকা গাড়িতেই সন্তান প্রসব করলেন হুগলির (Hooghly) চাঁপদানি পুরসভার বিভা তিওয়ারি। তিনি ২০২০ সালে প্রথম সন্তানের জন্ম দেন সিজার করে। ইচ্ছা ছিল দ্বিতীয় সন্তান যেন নর্মাল ডেলিভারির মাধ্যমেই হন। বিধাতা যেন বিভার সেই ইচ্ছের কথা শুনে নিয়েছিলেন।

গাড়িতেই শিশুর জন্ম দিলেন মহিলা

আগামী ১৭ সেপ্টেম্বর বিভার ডিউ ডেট ছিল সন্তান জন্ম দেওয়ার। কিন্তু সোমবার বিভার প্রসব যন্ত্রণা ওঠে। এরপর তড়িঘড়ি বাড়ির সদস্যরা বিভাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। লক্ষ্য ছিল চন্দননগর হাসপাতাল। কিন্তু ভদ্রেশ্বর পুরসভার কাছাকাছি আসতেই বিভার অবস্থা আরও খারাপ হতে শুরু করে। ফলে আর কোনো রিস্ক না নিয়ে ভদ্রেশ্বর পুরসভা পরিচালিত অঙ্কুর হাসপাতালে নিয়ে আসা হয় বিভাকে।

পরিস্থিতি ভালো না হওয়ায় হাসপাতালের নার্স থেকে শুরু করে চিকিৎসকরা গাড়িতেই সন্তান প্রসব করানোর সিদ্ধান্ত নেন। হুগলিতে এহেন ঘটনার সময়ে হাসপাতালে হাজির ছিলেন ভদ্রেশ্বর পুরসভার উপ পুরপ্রধান প্রকাশ গোস্বামী। তাঁর তত্বাবধানেই এই কাজ সম্পন্ন হয়।

 কী বলছেন উপ পুরপ্রধান?

জানা গিয়েছে, বর্তমানে মা ও শিশু কন্যা অঙ্কুর হাসপাতালে চিকিৎসাধীন। দুজনেই সুস্থ আছেন। উপ পুরপ্রধান জানান, ‘আমি হাসপাতালেই ছিলাম। দেখলাম একটাই চার চাকা ঢুকল। মহিলাটি ছটফট করছিল যন্ত্রণায়। এরপর আমার স্টাফেরা সব কাজ করে। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। কিছুটা অংশ বেরিয়ে ছিল। আমার ডাক্তার, নার্সরা গাড়ির ভেতরেই স্ক্রিন লাগিয়ে সন্তান প্রসবের ব্যবস্থা করেন।’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join