শেষ রক্ষা হল না আর! শান্তিনিকেতনে গুঁড়িয়ে দেওয়া হল অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘আবাস’

Published on:

Abanindranath Tagores House Demolished

প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলা সংস্কৃতির জগতে ফের বড় ধাক্কা! বহু আন্দোলনের মাঝেও শেষ রক্ষা হল না। রবিবার সকালে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে (Abanindranath Tagores House Demolished) ফেলা হল। ঘটনাকে ঘিরে এবার এক উত্তাল পরিস্থিতি তৈরি হল শান্তিনিকেতন জুড়ে। জানা গিয়েছে, ঐতিহ্যবাহী এই বাড়ির জায়গায় ভবিষ্যতে নাকি বহুতল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সংকটে অবনপল্লী-র ইতিহাস!

শান্তিনিকেতনের প্রতিটি কোণায় লুকিয়ে রয়েছে ঠাকুরবাড়ির ছোঁয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো, এবং বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরের ছেলে অলকেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে এক বাড়ি নির্মাণ করেছিলেন। বহু সময় ধরে এই বাড়িতে থেকেছেন অবনীন্দ্রনাথ নিজেও। তাঁর স্মরণেই এলাকার নাম রাখা হয়েছিল ‘অবনপল্লী’। বহু বছর ধরে তাই এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে শান্তিনিকেতনের ইতিহাস, আবেগ ও শিল্পচর্চার দীর্ঘ পরম্পরা। কিন্তু এবার সেই ইতিহাস এক নিমেষেই গুড়িয়ে দেওয়া হল। ভেঙে দেওয়া হল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি।

পুরসভার নির্দেশ অমান্য!

প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, এর আগে প্রথম দফায় অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর শুরুর সময় বোলপুর পৌরসভা হস্তক্ষেপ করেছিল। সেই সময় গেটে তালা মেরে কাজ বন্ধ করে দেয় তাঁরা। তারপরেই শান্ত ছিল পরিবেশ। কিন্তু গতকাল সেই নির্দেশিকা কার্যত অগ্রাহ্য করেই গুঁড়িয়ে দেওয়া হল বাড়িটি। সূত্রের খবর, রবিবার সকাল ৯টা নাগাদ দেখা যায়, একটি আর্ট অর্ডার ঢুকিয়ে পুরোপুরি ভেঙে ফেলা হচ্ছে ঐতিহ্যবাহী ‘আবাস’ নামক বাড়িটি। অথচ বাড়ির মূল গেটে এখনও ঝুলছে বোলপুর পৌরসভার দেওয়া তালা।

আরও পড়ুন: ৬ বছরে বেতন, পেনশন থেকে ১৫,১২৯ কোটি টাকা কেটেছে রাজ্য! কীর্তি ফাঁস করলেন সংগঠনের নেতা

এই অবস্থায় ক্ষুব্ধ গোটা এলাকা। দাবি করা হচ্ছে পৌরসভার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফের শুরু হয়েছে ভাঙচুরের কাজ। আর তাতেই প্রশ্ন উঠছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে চালু হল এই বাড়ি ভাঙার কাজ? বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলে বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ ফোন ধরেননি। এদিকে এই গোটা ঘটনাকে ঘিরে শান্তিনিকেতনে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। তাঁরা বলছেন, “একজন জাতীয় স্তরের শিল্পীর স্মৃতি রক্ষায় যদি প্রশাসন ব্যর্থ হয়, তাহলে শান্তিনিকেতনের ভবিষ্যৎ কোথায়?”

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

সঙ্গে থাকুন ➥