বাড়ি গাড়ি কিচ্ছু নেই, ৩৬ লাখ টাকার লোণ, রইল অভিষেক ব্যানার্জির সম্পত্তির হিসেব নিকেশ 

Published on:

Abhishek Banerjee Net Worth Wealth

রাজ্য-রাজনীতিতে সবথেকে আলোচ্য বিষয় তিনি, তাঁকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। জননায়ক তিনি। স্বাভাবিকভাবেই সকলের চোখ রয়েছে তাঁর ওপর। এখন নিশ্চয়ই ভাবছেন যে কাকে নিয়ে আলোচনা হচ্ছে? তাহলে আপনাদের জানিয়ে রাখি, কথা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং ডায়মন্ড হারবারের মতো হেভিওয়েট আসনের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে।

শুক্রবার তৃণমূল কর্মীদের উলুধ্বনি, বর্ণাঢ্য রোড শো, সমর্থনের মাধ্যমে লোকসভা ভোটের জন্য মনোনয়ন জমা দিলেন তিনি। আলিপুরে গিয়ে জেলাশাসকের দফতরে গিয়ে নিজের মনোনয়ন জমা দেন ‘যুবরাজ’। আপনি কি জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কত টাকার সম্পত্তির মালিক? জানলে চোখ কপালে উঠে যাবে আপনারও। ইতিমধ্যে তাঁর হলফানামায় দেওয়া সম্পত্তির খতিয়ান দেখে সকলের চোখ ইতিমধ্যে কপালে উঠেছে।

অভিষেকের হলফনামা অনুসারে, অভিষেকের নিজের বলতে বাড়ি, গাড়ি কিছুই নেই। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই একদম সত্যি। অন্তত তাঁর হলফনামা অনুসারে এটাই জানা যাচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার সময়ে তাঁর হাতে নগদ ছিল ৭ লক্ষ ৭৩ হাজার ৩৩৫ টাকা। অস্থাবর সম্পত্তি হিসেবে অভিষেকের ব্যাঙ্কে জমা রয়েছে ৮৫ লক্ষ ৪৩ হাজার ৯০৮ টাকা।

অভিষেকের নামে বিমা রয়েছে ৩১ লক্ষ টাকার। তাঁর স্থাবর সম্পত্তি নেই। তাঁর মাথায় ৩৬ লক্ষ টাকার ঋণ রয়েছে। তাঁর হলফনামা অনুযায়ী গত ২০১৮ – ১৯ অর্থবর্ষে ৭১ লাখ ৫২ হাজার ২০০ টাকা, ২০১৯–২০ অর্থবর্ষে ৬৭,৩২, ৩৭০ টাকা, ২০২২–২১ অর্থবর্ষে ১,৫১,২৯,১৭০ টাকা, ২০২১–২২ অর্থবর্ষে ৯০,৫০,৬৪৩ টাকা এবং ২০২২–২৩ অর্থবর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয় ছিল ৮২ লক্ষ ৫৮ হাজার ৩৬০ টাকা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

এবার আসা যাক অভিষেকের স্ত্রী রুজিরা নারুলার অস্থাবর সম্পত্তি কত সেই ব্যাপারে। রুজিয়ার বিমা রয়েছে ৩০ লক্ষ টাকা, সোনা-রুপো রয়েছে ৪৫ লক্ষ ৭০ হাজার ৩৮২ টাকার। অন্যান্য রয়েছে ৩ লক্ষ টাকা। এছাড়া অভিষেকের দুই সন্তানের অস্থাবর সম্পত্তি সব মিলিয়ে ২৭ লক্ষ ৭৩ হাজার ৯৭৭ টাকা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥