‘আমি কিছু করিনি, সরকার ফাঁসাচ্ছে’, বোমা ফাটাল আরজি কর মামলায় ধৃত সিভিক ভলান্টিয়ার

Published on:

r g kar case

কলকাতাঃ এ বছর ৯ আগস্ট কলকাতার বিখ্যাত মেডিক্যাল কলেজ আরজি করে ঘটে যায় পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুন করার মতো নৃশংস ঘটনা। এই ঘটনায় সঞ্জয় রাই নামের এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। গোটা ঘটনাটি এখন CBI-র তদন্তে রয়েছে। আর এর মধ্যেই ধৃত সিভিক ভলান্টিয়ার যা বলল, তা শুনে চোখ কপালে সবার। আরজি কর কাণ্ডের অভিযুক্ত ধৃত সঞ্জয় রায় এদিন সাংবাদিকদের সামনে বলেছে যে, ‘আমাকে ফাঁসানো হচ্ছে, ডিপার্টমেন্ট আমায় চুপ থাকতে বলেছে।’

উল্লেখ্য, আজ ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে খুন ও ধর্ষণ মামলায় চার্জ গঠিত হয়েছে। আগামী ১১ নভেম্বর এই মামলার শুনানি হবে। শিয়ালদা আদালতের বন্ধ ঘরে এই মামলায় চার্জ গঠনর কাজ চলেছে। শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাসের এজলাসে এই চার্জ গঠিত হয়েছে। সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে ১০৩ (খুন) ও ৬৪(১) ধর্ষণ এবং ৬৬ ধারায় চার্জশিট দিয়েছিল CBI। এখন জানা যাচ্ছে যে, এসব ধারা কানে আসতেই নিজেকে নির্দোষ বলে দাবি করেছে সঞ্জয়।

সরকারের বিরুদ্ধে বিস্ফোরক সিভিক ভলান্টিয়ার

শিয়ালদা আদালত থেকে বের করে তাঁকে প্রিজন ভ্যানে তোলার হয়। সেখানেই সাংবাদিকদের নিজেই কিছু বলার ইচ্ছে প্রকাশ করে সঞ্জয়। সেখানেই সঞ্জয় দাবি করে যে, সে নির্দোষ। সঞ্জয় বলে ‘আমি কিছু করিনি। সরকার আমাকে ফাঁসাচ্ছে। রেপ, মার্ডারে আমার হাত নেই। ফাঁসানো হচ্ছে আমাকে। ডিপার্টমেন্ট আমাকে চুপ থাকতে বলেছি।’

‘আমি দোষী, আমাকে ফাঁসি দিন’

তবে গ্রেফতারির পর এই সঞ্জয় রাই কলকাতা পুলিশের কাছে বলেছিল, ‘আমি দোষী, আমাকে ফাঁসি দিয়ে দিন।’ এছাড়াও আরজি কর মামলার শুনানির সময়েও সঞ্জয় বিচারককে বলেছিল, ‘স্যার আমার কিছু বলার আছে। নাহলে এরা আমাকে দোষী করে দেবে। আমি কিছু করিনি।’

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥