আরজি কর বিতর্কের মাঝেই সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধি, বড় ঘোষণা নবান্নর

Published on:

কলকাতাঃ আরজি কর কাণ্ডের ধৃত অভিযুক্ত সঞ্জয় রায় পেশায় একজন সিভিক ভলান্টিয়ার ছিলেন। তাই এই ঘটনার পর থেকেই চর্চায় রয়েছে রাজ্যের সিভিক ভলান্টিয়াররা। ইতিমধ্যে, রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছে লালবাজার। তবে এর মাঝেই এই আধা-পুলিশকর্মীদের জন্য এসে গেল এক বড় সুখবর। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি সিভিক ভলান্টিয়ারদের অ্যাড-হক বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। পুজোর আগেই এই বাড়তি টাকা তাঁদের দেওয়া হবে বলেও জানা গিয়েছে। নবান্নের এই সিদ্ধান্তের ফলে সিভিক ভলান্টিয়ারদের আর্থিক সুরক্ষা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বর্তমান সময়ে সিভিক ভলান্টিয়াররা সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন, ট্রাফিক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা, এবং অন্যান্য সেবা প্রদান করে থাকে। সেই কারণে সিভিক ভলান্টিয়ারদের অ্যাড-হক বোনাস বৃদ্ধির বিষয়টি মূলত তাদের দায়িত্ব এবং পরিশ্রমের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। সারা রাজ্যে বিভিন্ন জায়গায় এই ভলান্টিয়ারদের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে স্বল্প বেতনে কাজ করে যাচ্ছেন। তাই তাদের জন্য এই বোনাস বৃদ্ধি একটি খুশির খবর হিসেবে এসেছে।

অ্যাড-হক বোনাস ববাদ কত টাকা পাবেন সিভিক ভলান্টিয়াররা?

চলতি বছরের শুরুতেই রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের অ্যাড-হক বোনাস বৃদ্ধির ঘোষণা করা হয়। সেই মোতাবেক এই বছর থেকে রাজ্যের সব সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাবদ ৫,৩০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয় যা এতদিন ছিল ২,০০০ টাকা। এর ফলে গ্রাম ও শহরাঞ্চলের সিভিক ভলান্টিয়াররা একই হারে বোনাস পাবেন। তবে পুজোর আগে ফের একবার সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ ভলান্টিয়ারদের অ্যাড-হক বোনাস বৃদ্ধি করা হল। জানা গিয়েছে, এবার থেকে বছরে ৬,০০০ টাকার বোনাস পাবেন এই আধা-পুলিশকর্মীরা। ২০২৩-২০২৪ অর্থবছরেই এটি চালু হচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দারুণ সুবিধা পাবেন সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশরা

এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের মনোবল বাড়াতে চায় এবং তাদের কাজের প্রতি আরও উৎসাহ প্রদান করতে চায়। দীর্ঘদিন ধরে সিভিক ভলান্টিয়াররা তাদের বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন। এই বোনাস বৃদ্ধি তাদের অসন্তোষ কিছুটা প্রশমিত করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে, অনেকেই মনে করেন যে এই বোনাস বৃদ্ধি যথেষ্ট নয় এবং সিভিক ভলান্টিয়ারদের স্থায়ী চাকরির সুযোগ এবং অন্যান্য সুবিধা দেওয়ার প্রয়োজন রয়েছে। এছাড়া, তাদের কাজের পরিবেশ এবং সুরক্ষা ব্যবস্থাও উন্নত করার জন্য সরকারের উচিত আরও উদ্যোগ নেওয়া।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group