প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল সকাল থেকেই বিকাশ ভবনে (Bikash Bhavan Protest) এক ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্য পুলিশ এবং চাকরিহারা শিক্ষকদের মধ্যে। কর্মীদের ভিতরে আটকে রেখে তুমুল আন্দোলন শুরু করে বিক্ষোভকারীরা। আর তার জেরেই লাঠিচার্জ শুরু করে পুলিশ। সোশ্যাল মিডিয়াতেও বহু ছবি ছড়িয়ে পড়েছে। তাতে কারও হাত ভাঙা, কারও শরীরে গভীর আঘাতের চিহ্নও দেখা গিয়েছে। আর এই আবহে এবার চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের উপর লাঠিচার্জ নিয়ে মুখ খুললেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার।
অনেক ধৈর্য দেখিয়েছে পুলিশ!
আন্দোলনকারী শিক্ষকদের উপর লাঠিচার্জ নিয়ে এদিন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার জানিয়েছেন যে, “চাকরিহারারা বিকাশ ভবনে ১০ দিন শান্তিপূর্ণ অবস্থান করছিলেন। কিন্তু গতকাল তাঁদের অবস্থান এক অন্যরকম পর্যায়ে পৌঁছেছে। হঠাৎ করেই দু-আড়াই হাজার লোক চলে আসেন। পুলিশ অনুরোধ করলেও শোনেননি। ধাক্কাধাক্কি করে অবস্থান বিক্ষোভ করেন। ব্যারিকেডওভেঙে দেন তাঁরা। কিন্তু পুলিশ সচেতনভাবে কিছু করেনি। পূর্ণ সম্মান দেখিয়ে, অনেক ধৈর্য দেখিয়েছে পুলিশ। এমনকি ৭ ঘণ্টা ধরে পুলিশ বুঝিয়েছে। কিন্তু আন্দোলনকারীরা কর্মীদের বেরতে দিচ্ছে না। পুলিশ তা সত্ত্বেও কিছু করেনি। অনবরত মাইকিং করা হয়।”
সাতঘণ্টা ধরে বোঝানোর চেষ্টা পুলিশের
এখানেই থেমে থাকেননি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার। তিনি আরও জানিয়েছেন যে, “ সাতঘণ্টা ধরে পুলিশের অনুরোধের পরেও যখন চাকরিহারাদের অবস্থান আরও ভয়ানক হয়ে ওঠে তখনই বড় পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। চাকরিহারাদের যদি আন্দোলন করার অধিকার দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে সারাদিন চাকরির পর বাড়ি ফেরার অধিকারও রয়েছে কর্মীদের। তাই তাঁদের বের করার জন্য যতটুকু বলপ্রয়োগ করার প্রয়োজন ততটুকু প্রয়োগ হয়েছে। তা স্বীকার করতে কোনও দ্বিধা নেই।”
আরও পড়ুন: শুভেন্দুকে নিয়ে মিথ্যেচার! সদ্য তৃণমূলে যোগ দেওয়া জন বার্লাকে আইনি নোটিশ
এদিকে আন্দোলনকারী শিক্ষকদের উপর লাঠিচার্জ নিয়ে বিরোধীরা নানা মন্তব্য করছেন। রাজ্য পুলিশকে অনেকেই অসম্মানযোগ্য কথাও শুনিয়েছেন। তাদের পাল্টা জবাবে এডিজি দক্ষিণবঙ্গ ক্ষুব্ধ হয়ে জানিয়েছেন যে, “কীসের প্রোটোকল মানা হয়নি। ভিডিও, অডিও রয়েছে। বারবার অনুরোধ করা হয়েছে। তা সত্ত্বেও শোনেননি। যেটা প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করেছি। সেটা হয়েছে। ১৯ জন পুলিশ জখম হয়েছেন।” তিনি আরও জানান, “যারা উসকানি দিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে চলেছে।”
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |