শ্বেতা মিত্র, মালদাঃ বছরের পর বছর ধরে নদীর ওপর দাঁড়িয়ে রয়েছে একটি ব্রিজ। কিন্তু সেই ব্রিজের কাজ সে সম্পূর্ণ হয়নি সেটা দেখেই বোঝা যাচ্ছে। রোজ সেই ব্রিজের নিচে দিয়ে মানুষ যাতায়াত তো করছেন কিন্তু ব্রিজের অবস্থা দেখে খারাপ লাগছে সবারই। কবে এই ব্রিজ তৈরী হবে, আদৌ তৈরী হবে কিনা তা নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আজ যে ব্রিজ নিয়ে আলোচনা করা হচ্ছে সেটি মালদার রতুয়ায় অবস্থিত। আর এই সেতু নিয়ে ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে। এরপর থেকেই নেটিজেনদের কৌতূহল তুঙ্গে উঠেছে।
১৪ বছর কেটে গেলেও চালু হয়নি পাকা সেতু!
আজ কথা হচ্ছে মালদার রতুয়া-১ ব্লকের ঠুটিয়া ঘাটে বারোমাসিয়া নদীর ওপর ঠুটিয়া ঘাটে এক যুগেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা পাকা সেতু নিয়ে। বিগত ১৪ বছর ধরে সংস্কারের অভাবে এখনো অবধি দাঁড়িয়ে রয়েছে সেতুটি। এই সেতুটি তৈরী হয়ে গেলে বহু মানুষের সুবিধা হত। কিন্তু প্রশাসনের তরফে কোনোরকম হেলদোল নেই বলে দাবি স্থানীয়দের।
ভাইরাল ভিডিও
এক কথায় বেহাল হয়ে রয়েছে ব্রিজের অবস্থা। ভিডিওতে দাবি করা হয়েছেন, ব্রিজটির কাজ নাকি ২০১০ সালে শুরু হয়েছিল। কিন্তু আজ অবধি সেটি তৈরী করে উঠতে পারেনি প্রশাসন। জায়গাটির নাম হল বিহারি। ভাদো ও বাহিরখাপের মাঝে ব্রিজটি অবস্থিত।
এদিকে এই ব্রিজ নিয়ে অনেকেই নানারকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ওটা বন্যার সময় লোককে নিরাপদে রাখার জন্য বানানো হয়েছে। অন্য আরেকজন লিখেছেন, ঠিক এইরকম আর ও একটা ব্রিজ আছে মুর্শিদাবাদ ও নদীয়ার সংযোগস্থল বক্সিপুর করিমপুর। সেটাও দীর্ঘদিন ধরে এমন অবস্থায়। অন্য আরেক নেটিজেন লিখেছেন, ‘এটা বিরিজ না এটা ইন্ডিয়ার গেট’। যাইহোক, এই ব্রিজ প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা জানান, আগাগোড়াই এই এলাকার বাসিন্দাদের ঠুটিয়া ঘাটে বারোমাসিয়া নদীর ওপর একটি পাকা সেতু নির্মাণের দাবি ছিল। অবশেষে তৎকালীন এলাকার সাংসদ তথা কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সির উদ্যোগে পাকা সেতু নির্মাণ কাজ শুরু হয় ২০১০ সালে। ২০১২ সাল নাগাদ কাজ শেষ হয়। কিন্তু পাকা সেতু নির্মাণের প্রায় এক যুগ কেটে গেলেও আজও নির্মিত সেতু পড়ে রয়েছে। চালু হয়নি। এনিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।