প্রীতি পোদ্দার, কলকাতা: ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন বা SSC নিয়োগ দুর্নীতি প্রক্রিয়া সংক্রান্ত একাধিক অভিযোগ উঠে এসেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। যার দরুন গত বছরের ২২ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল। আর তাতেই উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। তা নিয়ে এখনও আইনি লড়াই চলছে। আর তার মধ্যে আরও এক নিয়োগ প্রক্রিয়া নিয়ে চলছে মামলা। আর তা হল অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ।
২০ বছর পর নিয়োগ জট কাটল
দীর্ঘ কয়েক বছর ধরে রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিষয়টি নিয়ে বড়সড় জট তৈরি হয়েছিল। ২০২৩ সালের সেপ্টেম্বর হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে পদোন্নতির ভিত্তিতে ৫০ শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মীকে নিয়োগ করতে হবে। যদিও হাইকোর্টের সেই নির্দেশ অমান্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আর সেই কারণে ফের মামলা করা হয় হাইকোর্টে। সবশেষে হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে ৫০:৫০ অনুপাতের নিয়ম মেনেই অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করতে হবে। অর্থাৎ রাজ্যে ১,৭১৩ শূন্যপদে নিয়োগে সবুজ সঙ্কেত দিল আদালত। দীর্ঘ ২০ বছরের লড়াইয়ের অবসান ঘটল।
এর আগে গত শুক্রবার হাই কোর্টে অঙ্গনওয়াড়ির সুপারভাইজার নিয়োগের জটও কেটেছে। বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন যে ৫০% শূন্যপদে পদোন্নতির ভিত্তিতেই অঙ্গনওয়ারি কর্মীদের নিতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চালু রাখে বলে অভিযোগ। পরবর্তীতে ২০২৪ সালে বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়। মামলাটির শুনানি হলেও সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ।
অঙ্গনওয়াড়ির সুপারভাইজার নিয়োগের জট কাটল আদালতে
এরপর নিয়োগ জট কাটাতে নতুন করে মৌমিতা ঘোষ, দীপা মণ্ডল-সহ ৪১৫ জন মামলাকারীর পক্ষের আইনজীবী আশিষকুমার চৌধুরী বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে মামলা করেন। সেখানে তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক ৫০% সুপারভাইজার পদে অঙ্গনওয়ারির কর্মী নিতে হবে। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য তা না মেনে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে যা সম্পূর্ন বেআইনি।
আরও পড়ুনঃ আরও ১ লক্ষ! আবাস নিয়ে নয়া সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের
বিভিন্ন সওয়াল জবাব শোনার পর বিচারপতি রাজা শেখর মান্থার নির্দেশ, যেহেতু বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ নেই তাই, রাজ্য সরকার ও পিএসসি ৫০% শূন্যপদে অঙ্গনওয়ারির কর্মীদের মধ্যে থেকেই নিতে হবে। অর্থাৎ হাইকোর্টের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ করতে হবে রাজ্যকে।