সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ ছয় বছরের অবসান ঘটিয়ে সুপ্রিম কোর্টে ফের উঠছে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারের (DGP Rajeev Kumar) বিরুদ্ধে সিবিআই এর মামলা। ২০১৯ সালে কলকাতা হাইকোর্ট তাঁর আগাম জামিনের রায় দিয়েছিল। আর সেই রায়কে চ্যালেঞ্জ করেই সিবিআই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। রিপোর্ট অনুযায়ী, আগামীকাল অর্থাৎ সোমবার এই মামলার শুনানি হবে।
কী কারণে মামলা?
জানিয়ে রাখি, রাজ্য সরকারের একটি বিশেষ তদন্তকারী দল ২০১৪ সালে দুর্নীতির অভিযোগে সারদা চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত শুরু করেছিল। সে সময় সেই দলের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন বিধাননগর পুলিশ কমিশনার রাজীব কুমার। তখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, মামলার তদন্ত রাজ্য পুলিশের কাছ থেকে নিয়েই সিবিআই এগোবে। তবে সিবিআই অভিযোগ করেছিল যে, রাজীব কুমার ইচ্ছাকৃতভাবেই ওই মামলায় কোনওরকম সহযোগিতা করেনি। এমনকি প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। কিন্তু রাজীব সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন।
রাজিব দাবি করেন, তিনি তদন্তে সম্পূর্ণভাবেই সহযোগিতা করেছেন। এমনকি শিলঙে পাঁচ দিন মোট ৪০ ঘন্টা ধরে সিবিআই এর জিজ্ঞাসাবাদেও অংশ নিয়েছিলেন। পাশাপাশি কলকাতা হাইকোর্টও তিনি হাজিরা দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। তবে সিবিআই তাঁর হেফাজত দাবি করাতেই ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট রাজিবকে অন্তর্বর্তী সুরক্ষা দেয়। তবে মার্চ মাসে সেই অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রত্যাহার করা হয়।
মামলার প্রেক্ষাপট
জানা যায়, ২০১৯ সালের ১ অক্টোবর কলকাতা হাইকোর্টে হাইকোর্ট রাজিব কুমারকে আগাম জামিন দিয়েছিল। তবে তার মাত্র তিন দিনের মধ্যেই সিবিআই সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। ২০১৯ সালের ৪ অক্টোবর শীর্ষ আদালতে ওই মামলাটি দায়ের হয়। আর একই বছরের ২৫ এবং ২৯ নভেম্বর শুনানি হয়েছিল। এমনকি রাজীব কুমারকে নোটিশও পাঠানো হয়। তারপর বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতার কারণে সেই মামলার আর শুনানি হয়নি এবং এরপর দীর্ঘ ছয় বছর কেটে গিয়েছে।
আরও পড়ুনঃ তারকেশ্বরের স্কুল থেকে মিড ডে মিলের চাল সহ দরকারি সরঞ্জাম চুরি!
উল্লেখ্য, সে সময় চাপের মুখে পড়ে শহীদুল্লাহ মুন্সী এবং শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ রাজীবের আগাম জামিন মঞ্জুর করে দিয়েছিল। আদালত ভেবেছিল, তাঁকে একাধিক বার জেরা করা হয়েছে। তবে কোনওরকম তথ্য প্রমান মেলেনি। তাই হেফাজতের কোনওরকম প্রয়োজনীয়তা নেই। বলা হয়, শর্তসাপেক্ষে তাঁকে সিবিআই তদন্তে সহযোগিতা করতে হবে আর ৪৮ ঘণ্টার মধ্যে নোটিশ পেলে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে। মূলত হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গিয়েছিল সিবিআই, যার শুনানি হবে আগামীকাল অর্থাৎ সোমবার। জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চেই এই মামলার শুনানি হওয়ার কথা।