পুলিশের ইউনিফর্ম চুরি করে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন সিভিক ভলেন্টিয়ার

Published on:

Civic Volunteer

সৌভিক মুখার্জী, কলকাতা: পুলিশের পোশাক চুরি করে কুকীর্তি! কি অবাক লাগছে শুনতে? আসলে ঘটনাটি শহরতলি কলকাতার। পুলিশের পোশাক গায়ে দিলে কি সবসময় সম্মান থাকে? নাকি দায়িত্ব বেড়ে যায়? এমনটাই হয়তো ভেবেছিল এক সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer)। সূত্রের খবর, কলকাতার প্রগতি ময়দান থানার এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, পুলিশ কনস্টেবলের ইউনিফর্ম চুরি করে সেই পোশাকের সঙ্গেই দুর্ব্যবহার করেছে তিনি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী ঘটেছে?

সিভিক ভলান্টিয়ারের নাম নীরজ সিংহ। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি প্রথমে প্রগতি ময়দান থানার এক পুলিশ কনস্টেবলের ইউনিফর্ম চুরি করে পালান। তারপর সেই পোশাক পড়ে কসবা এলাকায় গিয়ে পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষের উপর জোর জুলুম শুরু করেন। বিষয়টি স্থানীয়রা বুঝতে পারেন। তারা সঙ্গে সঙ্গে ১০০ ডায়াল করে পুলিশের সাহায্যে চান। অভিযোগ পাওয়ার পরপরই কসবা থানার পুলিশ এসে তাকে হাতেনাতে ধরে ফেলে।

থানার পোশাক পড়ে পুলিশ সেজে হুমকি?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইউনিফর্ম পড়ে ওই সিভিক ভলেন্টিয়ার স্থানীয় বাসিন্দাদের সঙ্গেই দুর্ব্যবহার করছিল। সে সময় তিনি নিজেকে একজন কনস্টেবল বলে পরিচয় দেয়। অথচ তিনি আদতে একজন সিভিক ভলেন্টিয়ার। আর এই ঘটনায় তার বিরুদ্ধে ছদ্মবেশ ধারণ করে প্রতারণা এবং সরকারি সম্পত্তির চুরির অভিযোগে মামলাও দায়ের করেছে কসবা থানা। পাশাপাশি শুরু হয়েছে তদন্ত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সবথেকে বড় ব্যাপার, তাকে পুলিশরা জোরজবস্তি করাতে তিনি শিকার করেছেন যে, আগেও এরকম কুকীর্তি করে বেরিয়েছে সে। আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

এক্সপ্রেসওয়েতে প্রকাশ্যে টাকা তোলার ঘটনা ভাইরাল

পুলিশের ইউনিফর্ম চুরির ঘটনার রেশ কাটার আগে আরও এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছিল। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে চলতি সপ্তাহে দেখা গিয়েছে, পুলিশ আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়াররা লরি চালকদের থেকে দিনদুপুরে টাকা তুলছে। আর ঠিক সেই সময় এক মহিলা গাড়ি থামিয়ে তাদেরকে কড়া ভাষায় প্রতিরোধ করে বলেন, আপনারা কি ঠিক করছেন? 

আরও পড়ুনঃ S-400 অনেক হল, এবার ভারতের রক্ষা করবে রামপুত্র ‘কুশ’, DRDO বানাচ্ছে স্বদেশী শিল্ড

এমনকি মহিলার প্রশ্নে অসহায় হয়ে পড়েছিলেন পুলিশ আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়ার। ভিডিওতে দেখা যায়, সিভিক ভলেন্টিয়ার কান ধরে মাঝ রাস্তায় উটবস করছেন এবং কান্নায় ভেঙে পড়েছে। আর পাশে দাঁড়িয়ে থাকা ASI পদমর্যদার পুলিশ অফিসার হাতজোড় করে মহিলার কাছে ক্ষমা চাইছেন।

উল্লেখ্য সেই ভিডিও ভাইরাল হতেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপর চাপে পড়ে যায়। আর অভিযুক্ত ASI-কে ক্লোজ করা হয়েছে বলেই খবর। এমনকি অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group