পার্থ সারথি মান্না, কলকাতাঃ এবছর অতিবৃষ্টির জেরে দাজিলিং ভ্রমণের অন্যতম আকর্ষণ টয় ট্রেন (Darjeeling Toy Train) পরিষেবা বিঘ্নিত হয়েছিল ব্যাপকভাবে। প্রায় চার মাসেও বেশি সময় বন্ধ ছিল ট্রেন চলাচল। তবে আর চিন্তা নেই, আজ ১৭ই নভেম্বর থেকে পুনরায় চালু হল টয় ট্রেন। খবর মিলতেই খুশি পর্যটকেরা, কারণ এখন ঘুরতে গিয়ে ফের পাহাড়ে দৃশ্য উপভোগ করতে করতে টয় ট্রেনের যাত্রা করা যাবে।
চারমাস পর শুরু হতেই বিপত্তি
দীর্ঘ চারমাসের প্রতীক্ষার পর আজই চালু হয়েছিল টয় ট্রেনের যাত্রা। কিন্তু প্রথম যাত্রাতেই হল বিপত্তি। তিনধারিয়া থেকে চীনাভাটির দিকে যাওয়ার সময়েই বিকট শব্দ হয়ে বন্ড হয়ে যায় ট্রেন। বর্তমানে কেক্ষন ইঞ্জিনিয়ার সহ বাকিরা ইঞ্জিন মেরামতির কাজ চালাচ্ছেন। আশা করা হচ্ছে দ্রুত ইঞ্জিন ঠিক করে পুনরায় দার্জিলিংয়ের দিকে এগোবে টয় ট্রেনটি।
বৃষ্টির জেরে ধস নেমেই হয়েছিল ছন্দপতন
আসলে বর্ষার কারণে পাহাড়ি এলাকায় একাধিক জায়গায় ধস নেমেছিল। এর ফলে রেল লাইনের ব্যাপক ক্ষতি হয় ও এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার টয় ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়। মেরামতির কাজ শুরু হলেও সঠিকভাবে লাইন চালুর তারিখ জানা যাচ্ছিল না। জুলাই মাস থেকে নভেম্বর পর্যন্ত বন্ধ থাকার পর কিছুদিন আগেই রেলপথ সারাইয়ের কাজ সম্পন্ন হলে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। আর এবার সবুজ সংকেত পাওয়ায় শুরু হল পরিষেবা।
সাড়ে চারমাস শুরু হল টয় ট্রেন পরিষেবা
আজ রবিবার ১৭ই নভেম্বর সকাল ১০টা নাগাদ কাতিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ বেশ কিছু আধিকারিকেরা সবুজ পতাকা দেখিয়ে টয় ট্রেনের যাত্রার শুভ সূচনা করেন। মোট ৩৫ জন যাত্রী নিয়ে ট্রেন ছাড়ে এনজেপি স্টেশন থেকে। এই যাত্রীদের মধ্যে এদেশীয় তো বটেই কিছু অস্ট্রেলিয়ান পর্যটকেরাও ছিলেন বলে জানা যাচ্ছে।
ডিআরএমের বক্তব্য
এদিন পরিষেবা চালুর প্রসঙ্গে ডিআরএম সুরেন্দ্র কুমার জানান, ‘আসলে প্রকৃতির কাছে আমাদের সবাইকেই হার মানতে হয়। তাই ইচ্ছা থাকলেও এতদিন টয় ট্রেন চালানো সম্ভব হয়ে ওঠেনি। এবছর অনেকটা সময় বন্ধ ছিল। তবে শীতের মরশুমের শুরুর দিকে পরিষেবা চালু করতে পেরে আমরা খুশি। অন্যবারের তুলনায় এবছর অনেকটাই বেশি ক্ষতি হয়েছে বৃষ্টির ফলে। বিগত কয়েকমাস ট্রেন বন্ধ থাকলেও রেললাইনের সংস্কারের কাজ হয়েছে। তাই এখন সম্পূর্ণ নিরাপদভাবেই ট্রেন চলাচল হবে’।