রাজ্যের মুকুটে নয়া পালক! জগন্নাথ মন্দিরের পর এবার মন্দারমণিতে স্পোর্টস মিউজিয়াম

Published on:

Mamdarmani Sports Museum

সৌভিক মুখার্জী, কলকাতা: বাঙালির উইকেন্ড প্ল্যান মানেই দীঘা বা মন্দারমণি। সমুদ্রের ধারের একচিলতে শান্তি মাখানো ঝিরঝিরে বাতাস আর ঢেউয়ের গর্জনে মন জুড়িয়ে যায় আপামর বাঙালির। আর সেই অভিজ্ঞতায় নতুন করে জুড়লো স্পোর্টস মিউজিয়াম (Mandarmani Sports Museum)। সূত্রের খবর, দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর এবার মন্দারমণির কোল ঘেঁষে গড়ে উঠেছে রাজ্যের অন্যতম আকর্ষণ ‘লাক্সারি আমার ট্রি রিসোর্ট স্পোর্টস মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি’।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জগন্নাথ মন্দিরের পর স্পোর্টস মিউজিয়াম

গত 30 এপ্রিল রাজ্যের মুকুটে জুড়েছে এক নয়া পালক। অক্ষয় তৃতীয়ার পূর্ণলগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পুরীর অনুকরণে দীঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দির। আর ঠিক তার 20 দিন পর অর্থাৎ, 19 মে পূর্ব মেদিনীপুরে জুড়েছে আরও এক নয়া পালক। কলকাতার শতাব্দী প্রাচীন Calcutta Sports Journalists’ Club (CSJC) এবং Luxury Amar Tree Resort – Mandarmani-র যৌথ সহযোগিতায় এবার গড়ে উঠেছে স্পোর্টস মিউজিয়াম।

মিউজিয়ামের উদ্বোধন কেমন ছিল?

প্রসঙ্গত, এই মিউজিয়ামের উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন 50 জন বিশিষ্ট সাংবাদিক। এমনকি ছিলেন অলিম্পিয়ান ও প্রাক্তন সাংসদ জ্যোতির্ময় শিকদার, ইস্টবেঙ্গলের মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী, জাতীয় দলের প্রাক্তন ফুটবলার এবং কোচ শান্তি মল্লিক, আমার ট্রি গ্রুপের চেয়ারম্যান প্রবীর রায়চৌধুরী, সিএসজেসি-র প্রেসিডেন্ট শুভেন রাহা এবং অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিন শুভেন রাহা জানিয়েছেন, যখন প্রথমবার এই মিউজিয়াম তৈরীর পরিকল্পনার কথা বলেছিলাম, তখন অনেকেই খিল্লি করেছিল। কিন্তু আজ জোর গলায় বলতে পারি, যদি আন্তরিক ইচ্ছা থাকে এবং প্রচেষ্টা থাকে, তাহলে সব স্বপ্ন বাস্তবায়ন হয়। আর এই মিউজিয়ামকে বাংলার শ্রেষ্ঠ মিউজিয়াম একদিন গড়ে তুলবোই।

কাদের জন্য এই মিউজিয়াম?

প্রসঙ্গত জানিয়ে রাখি, এই স্পোর্টস মিউজিয়াম শুধুমাত্র রিসোর্ট অতিথিদের জন্য নয়। বরং, সর্বসাধারণের জন্যই উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত যে কেউ এই মিউজিয়াম ঘুরে দেখতে পারবে। তবে রিসোর্টে প্রবেশের জন্য এন্ট্রি পাস নিতে হবে, যা সম্পূর্ণ বিনামূল্যেই পাওয়া যাবে।

আরও পড়ুনঃ অমিল ভিসা, বাংলাদেশ ও পাকিস্তানের জন্য দরজা বন্ধ করছে ইউরোপ! ভারতের কী পরিস্থিতি?

কী রয়েছে এই মিউজিয়ামে?

যদিও এই মিউজিয়ামে এখন অনেক দুর্লভ সংগ্রহ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে ইতিমধ্য এখানে মিলছে কয়েকজন কিংবদন্তি স্পোর্টস ম্যানের ব্যবহৃত সামগ্রী, পুরনো ফটোগ্রাফ, বইপত্র এবং ঐতিহাসিক ক্রীড়া মুহূর্তের সমস্ত স্মৃতি স্মারক। এমনকি শীঘ্রই এই তালিকায় জুড়তে পারে ধোনি, সুনীল গাভাস্কার, পেলে কিংবা দিবুর মত মহাতারকাদের ব্যবহৃত সব স্পোর্টস সামগ্রী।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group