প্রীতি পোদ্দার, কলকাতা: ফের ড্রোনের রহস্য বাঁধল পশ্চিমবঙ্গের আকাশে। রাতের অন্ধকারে একঝাঁক রহস্যময় ড্রোন উড়ে বেড়াচ্ছে গঙ্গাসাগরে (Drone Spotted Over Gangasagar)। আর সেই সব ড্রোন ওড়ার খবর ছড়িয়ে পড়তেই ফের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঝড় বৃষ্টির আবহে ড্রোনের এই রহস্য নিয়ে বেশ কয়েকটি থানাকে সতর্ক করে লালবাজার। ড্রোনগুলির উপর শুরু হয়েছে গোয়েন্দাদের নজরদারি।
ঘটনাটি কী?
সুন্দরবন পুলিশ জেলার গোয়েন্দা দফতর সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বুধবার রাতে ঝড়-বৃষ্টির সময় আকাশে কয়েকটি ড্রোন উড়তে দেখা গিয়েছিল। এগুলি প্রথম দেখা যায় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ। তারপর শুরু হয় ঝড়-বৃষ্টি। সেই সময় হঠাৎ করেই ড্রোনগুলি অদৃশ্য হয়ে যায়। এরপর দ্বিতীয় দফায় সেগুলিকে আবার দেখা যায় রাত সাড়ে ১০টা নাগাদ। জানা গিয়েছে এদিন দু’ দফায় মোট ৫টি ড্রোন দেখা গিয়েছে। আর এদের মধ্যে ৩টি আকারে বড় ছিল। স্থানীয় বাসিন্দাদের অনেকেই সেই ড্রোন দেখতে পায়।
এসপি-র অফিসে যোগাযোগের নির্দেশ
ইতিমধ্যে গোটা ঘটনাটি উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর কাছে তুলে আনা হয়েছে। তদন্তের স্বার্থে একাধিক অঞ্চলে চলছে নজরদারি। এমনকি এই বিষয়ে সুন্দরবনের সব উপকূল থানাকে সতর্ক করা হয়েছে। এবং নির্দেশ দেওয়া হয়েছে যে এই পরিস্থিতিতে যদি আকাশ ও জলপথে কোনো সন্দেহজনক কিছু দেখা যায় সঙ্গে সঙ্গে এসপি-র অফিসের সঙ্গে যেন যোগযোগ করা হয়। তখনই সময় নষ্ট না করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রাসে ওবিসি প্যানেল নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের! বেঁধে দেওয়া হল সময়সীমা
জটিল হচ্ছে রহস্য
এদিকে কিছুদিন আগে, গত ১৯ মে, কলকাতার রাতের আকাশে একাধিক ড্রোনের দেখা পাওয়া গিয়েছিল। যদিও সেই ড্রোনের রহস্য এখনও পর্যন্ত উদ্ধার করা হয়নি। তদন্ত জারি আছে। আর এই আবহে ফের গতকাল ঝড় বৃষ্টির মাঝেই পশ্চিমবঙ্গের আরও একটি জায়গায় রাতের আকাশে দেখা গেল ড্রোনের চোখরাঙানি। যা নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা। তবে কি শত্রুপক্ষের ছায়া পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দেশ। কোন রহস্যই বা দানা বাঁধছে এই ড্রোনগুলির নেপথ্যে?
প্রসঙ্গত, বর্তমানে বহু ক্ষেত্রেই ড্রোনের ব্যবহার করা হয়। বিভিন্ন অনুষ্ঠান ক্যামেরাবন্দি করতে ড্রোন ওড়ানো হয়, এমনকি পুলিশ-প্রশাসনও নজরদারি চালাতে ড্রোনের ব্যবহার করে। কিন্তু গত দুইদিন ধরে ড্রোনগুলি ঠিক কী ধরনের কাজের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে সেটাই বড় প্রশ্ন। সব কিছু দেখে খতিয়ে দেখা হচ্ছে বলেই জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |