সঞ্জয়ের পর আরেক সিভিক ভলান্টিয়ার, পুলিশকে সঙ্গে নিয়েই শ্লীলতাহানি, ছিনতাই! গ্রেফতার দুই

Published on:

basirhat

প্রীতি পোদ্দার: গত ৯ আগস্ট আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছিল এক সিভিক ভলান্টিয়ারকে। কলকাতা পুলিশ প্রথম তাঁকে গ্রেফতার করে ছিল। এরপর আদালতের নির্দেশে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। এই ঘটনার পর থেকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই প্রশ্ন উঠেছে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়েও। আর এই আবহেই ফের এক তরুণীর শ্লীলতাহানির ঘটনায় নাম উঠল এক সিভিক ভলেন্টিয়ারের।

শ্লীলতাহানির অভিযোগ সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশকর্মীর বিরুদ্ধে!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে বেঙ্গালুরু থেকে বসিরহাটে এসেছিলেন এক তরুণী এবং তাঁর বাবা। তাঁদের গন্তব্য ছিল বাংলাদেশ। তাই স্বরূপনগরের সীমান্তবর্তী গ্রাম স্বরূপদহে পৌঁছেছিলেন তাঁরা। কিন্তু সেই সময় স্বরূপদহের বাজারে বাবা মেয়ের পথ আটকান গ্রামের এক পুলিশকর্মী এবং এক সিভিক ভলান্টিয়ার। ঐ তরুণীর অভিযোগ তাঁরা দুইজন মিলে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাদের কাছে টাকার দাবি করে তখন তারা দিয়ে না চাইলে, মহিলার হাত ধরে টানাটানি করে গায়ে হাত দেয় এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এরপর অনলাইনেও টাকা দিতে বলা হয় তাঁদের। মোট ৪৬ হাজার টাকা তাঁদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে।

ধৃতদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ!

অভিযুক্তেরা বাবা মেয়ের কাছ থেকে টাকা নিয়ে তাঁদের ফেলে চলে গেলে রাস্তায় বসে কান্নাকাটি করতে থাকেন তরুণী এবং তাঁর বাবা। এরপর এই অবস্থায় তাঁদের দেখে আশেপাশের স্থানীয় যুবকরা এগিয়ে আসেন এবং সাহায্যের জন্য পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেই ঐ তরুণী এবং তাঁর বাবা লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে ভিলেজ পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়। গতকাল অর্থাৎ বুধবারই হাজির করানো হয়েছিল বসিরহাট মহকুমা আদালতে। ধৃতদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই কৃষ্ণনগরে হাড়হিম করা এক হত্যাকাণ্ড হয়ে গেল। যেখানে কৃষ্ণনগরের রামকৃষ্ণপাড়ায় তরুণীর এক অগ্নিদগ্ধ বিবস্ত্র তরুণীর দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ওই তরুণী প্রেমিকের সঙ্গে বেরিয়েছিল সেদিন। ইতিমধ্যেই তরুণীর প্রেমিককে আটক করেছে পুলিশ ।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥