শান্তি নেই রাজ্য সরকারের! সুপ্রিম কোর্টের অনুমতি পেয়েও OBC নিয়ে নয়া মামলা হাইকোর্টে

Published on:

New OBC Survey

প্রীতি পোদ্দার, কলকাতা: গত বছর ২২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের নির্দেশে ওবিসি সার্টিফিকেট (New OBC Survey) বাতিলকে ঘিরে এক চরম উত্তেজনার সৃষ্টি হয়েছিল। বলা হয়েছিল ২০১১ সাল থেকে শুরু করে রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। যার ফলে প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট মূল্যহীন হয়ে পড়ে। কিন্তু হাইকোর্টের নির্দেশকে মানেনি রাজ্য সরকার। তাই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায়। এমনকি অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরও সেই মামলায় যুক্ত হয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সমীক্ষা শুরুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ফের মামলা

শেষে এই ওবিসি শংসাপত্র বাতিল মামলা নিয়ে সুপ্রিম কোর্টে একের পর এক মামলা চলে। আর এই আবহে গত মঙ্গলবার বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল জানিয়েছে যে ওবিসি তালিকার মধ্যে কোন সম্প্রদায়দের অন্তর্ভুক্ত করা যায় তা নিয়ে রাজ্য সরকার নতুন করে সমীক্ষা করছে। যার জন্য অন্তত তিনমাস সময় লাগতে পারে। সেই সময় আদালত রাজ্যের এই প্রস্তাবে মান্যতা দিয়েছে। এবং জানিয়েছে যে আগামী জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। কিন্তু এবার এই OBC সংরক্ষণের বিষয়ে নতুন করে রাজ্যে সমীক্ষা শুরুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে আবেদন জানান আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়।

অভিযোগ করলেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়

সূত্রের খবর, আজ অর্থাৎ বৃহস্পতিবার, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে OBC মামলা সংক্রান্ত বিষয়ে আরও একটি মামলা দায়ের করেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ২০১০ সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করেছে হাই কোর্ট। সুপ্রিম কোর্ট ওই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়নি। এই অবস্থায় ওবিসি চিহ্নিত করতে নতুন সমীক্ষা শুরু করেছে রাজ্য। তাই সেক্ষেত্রে দ্রুত শুনানির আর্জি জানান ওই আইনজীবী। এই বিষয়ে মামলা দায়ের অনুমতি দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এই মামলা প্রসঙ্গে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানান, দ্রুত শুনানির আবেদন বিবেচনা করা হবে। এদিকে গত মঙ্গলবার শীর্ষ আদালতের বিচারপতিরা যখন রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের আবেদন শুনে জানতে চেয়েছিলেন যে রাজ্যের নতুন করে সমীক্ষা নিয়ে অন্য পক্ষের কোনও আপত্তি রয়েছে কি না। তখন রাজ্যের তরফে আইনজীবী বলেছিলেন যে, অন্য পক্ষের আপত্তি থাকার কথা নয়। কারণ অন্য পক্ষের আবেদনই ছিল যাতে ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিষয়ে নতুন করে সমীক্ষা করা হয়।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group