প্রীতি পোদ্দার, কলকাতা: বছরের পর বছর ধরে নিয়োগ দুর্নীতি মামলার জটে রীতিমত জর্জরিত পশ্চিমবঙ্গ সরকার। এখনও জেলবন্দী রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পেশ করা চার্জশিটে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। আর এই আবহে এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠে এল পাহাড়ে। যার জেরে এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হল এক বিতর্কিত মন্তব্য।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য
সূত্রের খবর, দার্জিলিংয়ে প্রাথমিক নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন সেখানকার প্রাথমিক চাকরিপ্রার্থীদের সংগঠনের নেতা সুধান গুরুং। আর তাই সেই অভিযোগে এবার থানায় এফআইআর দায়ের করেন তৃণমূলের যুব নেতা আশান সুব্বা। ইতিমধ্যেই ওই মামলায় চার্জশিট পেশ করা হয়। কিন্তু এই অভিযোগ কিছুতেই মেনে নিতে পারেনি সংগঠনের নেতা সুধান গুরুং। তাই তৃণমূলের সেই যুব নেতার দায়ের করা ওই মামলাকে চ্যালেঞ্জ করে পাল্টা হাই কোর্টে দ্বারস্থ হন সুধান।
ফের পুলিশের কর্ম দক্ষতা নিয়ে প্রশ্ন হাইকোর্টে
গতকাল অর্থাৎ শুক্রবার, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এর এজলাসে মামলাটি ওঠে। এবং এদিন অভিযুক্তের আইনজীবী জানিয়েছেন, সংগঠনের নেতা সুধান গুরুং রাজনৈতিক ভাবে ওই মন্তব্য করেছেন। আর ওই মন্তব্যকে কেন্দ্র করে মামলা দায়ের করে আইনের অপব্যবহার করেন তৃণমূলের যুব নেতা আশান সুব্বা। এদিকে মামলার সমস্ত তথ্য নথি দেখে বিচারপতি ঘোষ পুলিশকর্মীদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর পর্যবেক্ষণ, ওই পুলিশ কর্মীদের নিশ্চয়ই প্রশিক্ষণের অভাব রয়েছে। না হলে কীভাবে যথাযথ তদন্ত না করে চার্জশিট দিল পুলিশ? আর এর পরেই আদালত ওই মামলার উপর স্থগিতাদেশ জারি করেন তিনি।