প্রীতি পোদ্দার, কলকাতা: বদলের বাংলাদেশে রাজনৈতিক ক্ষোভ যেন কিছুতেই কমছেই না। সংখ্যালঘু হিন্দুদের বিক্ষোভ, দ্বন্দ্ব ও বিতর্ক এখনও চলছে চারিদিকে। যার ফলে অনেকেই নিজেদের প্রাণ বাঁচাতে এবং ভবিষ্যত সুনিশ্চিত করতে বেআইনি পথ অবলম্বন করে ভারতে প্রবেশ করছে। ইতিমধ্যে অনেকেই ধরা পড়েছেন। তবে সম্প্রতি ফের জাল পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে শহরের বুকে গ্রেফতার করা হল ৩ জনকে। এদের মধ্যে ২ জন কলেজ পড়ুয়া বলে জানা যাচ্ছে।
ঘটনাটি কী?
সূত্রের খবর, সেদিন ভবানীপুর থানায় এক অভিযোগের ভিত্তিতে পুলিশের কাছে জাল পাসপোর্ট বানানোর খবর এসে পৌঁছয়। সঙ্গে সঙ্গে ভবানীপুর থানার পুলিশ সোর্স মারফত খবর পেয়ে জাল পাসপোর্ট সন্ধানে তদন্ত শুরু করে। এবং অভিযোগের ভিত্তিতে রিপন বিশ্বাস নামে ১ জনকে গ্রেফতার করা হয়। রিপনকে জেরা করে আরও ২ জনের হদিশ পায় পুলিশ। ওই ৩ জনকে গতকাল আদালতে তোলা হলে তাদের ২০ ডিসেম্বর পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক। জানা গিয়েছে ধৃত ওই ৩ ব্যক্তি অনেকদিন ধরেই জাল পাসপোর্টের কারবার চালিয়ে আসছিল। কমপক্ষে ২৫০টি ভুয়ো পাসপোর্ট বানিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। এই সকল ভুয়ো পাসপোর্টগুলি করা হত বাংলাদেশিদের জন্য। বদলে তাদের কাছ থেকে নেওয়া হত ২ লাখ টাকা।
পার্কস্ট্রিট থেকে উদ্ধার বাংলাদেশি অনুপ্রবেশকারীর
তবে অভিযোগের তীর শুধু এই ৩ জন নয়, আশঙ্কা করা হচ্ছে এর সঙ্গে আরও অনেকেই জড়িত। বিশাল এক চক্র রয়েছে। কিন্তু সেই চক্রের মাথা কে তারই এখন খোঁজ করছে পুলিশ। ইতিমধ্যেই ওই জাল পাসপোর্ট কোথায় কোথায় পৌঁছে গিয়েছে তার খোঁজ শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনো আপডেট সামনে আসেনি। কিছুদিন আগে কলকাতায় পার্ক স্ট্রিটের একটি নামকরা হোটেল থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে একজনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ।
সূত্রের খবর, তাঁকে জেরা করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে তিনি বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত ছিলেন ৷ কলকাতায় এসে জাল পাসপোর্ট বানিয়েছিলেন৷ তার পর একটি হোটেলে কাজ করছিলেন ৷ গ্রেফতারির সময় সেই নকল পাসপোর্টটি উদ্ধার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। পাসপোর্টে নাম ছিল রবি শর্মা এবং ঠিকানা লেখা ছিল রাজস্থান।