বোলপুরে অজয় নদ থেকে ফের উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা!

Published:

Bolpur
Follow

প্রীতি পোদ্দার, বোলপুর: ইতিহাস যেন এখনও কোণায় কোণায় ছড়িয়ে রয়েছে। তার দ্রষ্টব্য উদাহরণ হল বীরভূমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিসাইল বা বোমা! তাও আবার অজয় নদে! হ্যাঁ, ঠিকই শুনছেন, ফের বোমার খোঁজ পাওয়া গেল বোলপুরের (Bolpur) অজয় নদে। আর সেই নিয়ে ফের তুমুল উত্তেজনা ছড়াল এলাকা জুড়ে। ঘটনাস্থলে বোমা উদ্ধার করল পুলিশ।

ঘটনাটি কী?

উল্লেখ্য, কিছুদিন আগে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত সিঙ্গী পঞ্চায়েত এলাকার লাউদহ গ্রামের অজয় নদের বালির চরে বিশাল আকৃতির একটি বোমার মতো বস্তু দেখতে পেয়েছিলেন বাসিন্দারা। জানা যায় অজয় নদে মাছ ধরতে গিয়েছিল বেশ কয়েকজন স্থানীয় মত্‍স্যজীবী। সেই সময় জাল ফেলার জন্য যখন তাঁরা অজয় নদে নামেন, তখনই তাঁদের মধ্যে থাকা এক মত্‍স্যজীবীর পায়ে ভারী কোনও বস্তুর সঙ্গে ধাক্কা লাগে। খোঁড়াখুঁড়ি করতেই খোঁজ পাওয়া যায় এই বোমার। এটি নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা। আতঙ্কের ছায়া ছড়িয়ে পড়েছিল এলাকা জুড়ে। কিন্তু কয়েক মাস কাটতে না কাটতেই ফের সেই আতঙ্ক ফিরে এল। উদ্ধার হল আরও একটি বোমা।

বোমা উদ্ধার করল বোলপুর পুলিশ

রিপোর্ট অনুযায়ী, গত বৃহস্পতিবার, রাতে বোলপুর থানা এলাকার সিঙ্গী পঞ্চায়েত এলাকায় লাউদহ গ্রামে অজয় নদে মাছ ধরতে নেমেছিল মৎস্যজীবীরা। আর সেই সময় জালের মধ্যে হঠাৎ আটকে পড়ে একটি ধাতব বস্তু। সঙ্গে সঙ্গে সেটি নিয়ে স্থলভাগে উঠতেই দেখা যায় বোমা। তীব্র আতঙ্কের ছড়িয়ে পড়ে। এরপরই বোলপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ তড়িঘড়ি এলাকায় এসে ভিড় নিয়ন্ত্রণ করে। এবং বোমাটিকে উদ্ধার করে। প্রাথমিক সূত্রে মনে করা হচ্ছে এই বোমাটিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের। যদিও এই নিয়ে এখনও কোনও সঠিক প্রমাণ পাওয়া যায়নি।

আরও পড়ুন: BLO-দের তালিকায় তৃণমূল কর্মীর নাম! প্রমাণ দেখিয়ে কমিশনের কাছে বড়সড় দাবি শুভেন্দুর

কিছুদিন আগে অজয় নদ থেকে উদ্ধার করা বোমা নিষ্ক্রিয়করণ করা হয়েছিল। সেই সময় কাজের দায়িত্বে ছিলেন পুলিশ ও সেনা। বোমা নিষ্ক্রিয়করণের সময়ে বিকট শব্দ কেঁপে উঠেছিল লাউদহ গ্রাম। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। বিস্ফোরণ হওয়া অঞ্চলের মাটিতে পুকুর সমান গর্ত হয়ে যায় বলে অভিযোগ। অল্পবিস্তর ক্ষতি হয়েছে পাশের কৃষি জমিতেও। স্থানীয় ও প্রশাসন সূত্রে খবর, যে বিশালাকার বোমা উদ্ধার করা হয়েছিল সেটি হয়ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের। প্রাথমিকভাবে সেটাই মনে করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join