ফের ড্রোন? রাতের আকাশে রায়গঞ্জের সীমান্তবর্তী এলাকায় রহস্যময় আলো, ছড়াল আতঙ্ক

Published on:

Raiganj

প্রীতি পোদ্দার, কলকাতা: রাতের আকাশে ফের রহস্যময় আলোর সন্ধানের হদিশ মিলল! উত্তর ২৪ পরগনার হাসনাবাদের কাটাখালি এলাকার পরে এবার সীমান্তবর্তী উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের (Raiganj) আকাশে ছোট ছোট আলোকবিন্দুকে দেখে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হল এলাকা জুড়ে। কিন্তু আদতে কি এই ছোট ছোট আলোকবিন্দুগুলি ড্রোন? বেশ আতঙ্কিত স্থানীয়রা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

সম্প্রতি কলকাতার রাতের আকাশে সাতটি ড্রোনকে উড়তে দেখা গিয়েছিল। এমনকি গঙ্গাসাগরের উপরেও কয়েকদিন আগে রাতের আকাশে ড্রোনের দেখা মিলেছে। যা নিয়ে একের পর এক রহস্য দানা বেঁধেই চলেছে। আর এই আতঙ্কের মাঝেই গতকাল অর্থাৎ সোমবার, সন্ধে সাতটা আটটা নাগাদ সীমান্তবর্তী উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের আকাশে ছোট ছোট আলোকবিন্দুর দেখা পাওয়া গিয়েছে। এই দৃশ্য সকলের নজর আসা মাত্রই তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়।

আদৌ কী এগুলো ড্রোন?

শিলিগুড়ি মোড়ের এক বাসিন্দা সন্ধে বেলায় রায়গঞ্জের রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনিও এই দৃশ্যের সাক্ষী থেকেছেন। এমনকি একই কথা শোনা গিয়েছিল রায়গঞ্জ থানার টাউন দারোগা মৃত্যুঞ্জয় বিশ্বাসের মুখেই। কিন্তু তিনি বলেন, “আমিও দেখেছি। দুটো আলোর বিন্দু। তবে মনে হয় না ড্রোন। তাহলে এত উঁচু দিয়ে যেত না। স্যাটেলাইট হতে পারে।” তবে এই আলোকবিন্দুগুলিকে ড্রোন হিসেবে মেনে নেয়নি রায়গঞ্জের পুলিশ সুপার সানা আখতার।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ড্রোনের আতঙ্ক রাজ্য জুড়ে!

এই প্রসঙ্গে পুলিশ সুপার সানা আখতার জানিয়েছেন, “এগুলো ড্রোন নয়।” কিন্তু এই আলোকবিন্দুগুলি কী সেই নিয়েও কোনো স্পষ্ট জবাবও মেলেনি। তবে রাতের আকাশে এই আলোকবিন্দুগুলি শুধু রায়গঞ্জেই দেখা যায়নি, এর পার্শ্ববর্তী জেলা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আকাশেও দেখা পাওয়া গিয়েছিল। তবে এ প্রসঙ্গে জেলা পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আসলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরবর্তী সময় সীমান্তবর্তী রাজ্যে পাকিস্তানি ড্রোনের যাতায়াত নজরে এসেছিল। কখনও নজরদারি কখনও আবার হামলার উদ্দেশে পড়শি দেশ থেকে উড়ে এসেছে সেই ড্রোন। তাই আতঙ্ক বেড়েছে সকলের মনে।

আরও পড়ুন: বাংলাদেশে পোড়ানো হল মতুয়াদের গ্রাম! বিদেশী সংবাদমাধ্যমের অপপ্রচার বলে ওড়ালেন ইউনূস

এর আগে গত শুক্রবার, বাংলাদেশের দিক থেকে ইছামতি নদী পেরিয়ে একটি ড্রোন উড়ে এসে বেশ কিছুক্ষণ কাটাখালি এলাকায় ঘুরে আবার বাংলাদেশের দিকে চলে গিয়েছে বলে অভিযোগ তুলেছিল সেখানকার স্থানীয়রা। অনেকেই আলোটিকে মোবাইলে ক্যামেরা বন্দি করেন। এরপর সীমান্ত এলাকার আতঙ্কিত বাসিন্দারা বিষয়টি থানায় জানালে পুলিশ ও বিএসএফের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছিল। তারপরেই শুরু হয়েছে তদন্ত।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group