মুসলিমকে বিয়ে করার জন্যই ইসলাম গ্রহণ! কবীর সুমনকে তুলোধোনা তসলিমার

Published on:

Taslima Nasrin

প্রীতি পোদ্দার, কলকাতা: বরাবরই খবরের শিরোনামে উঠে আসে বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিনের সঙ্গে কবীর সুমনের বিতর্ক। সম্প্রতি আধুনিক বাংলা গানের পথিকৃৎ আল মাহমুদের ৯০তম জন্মদিন উপলক্ষে কবীর সুমন এক শুভেচ্ছাবার্তা পোস্ট করলে সমাজমাধ্যমে বিস্তর কটাক্ষ শুরু করেন তসলিমা নাসরিন। ফের প্রশ্ন তুললেন কবীর সুমনের ধর্মজ্ঞান এবং চরিত্র নিয়ে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

গত ১১ জুলাই ছিল আধুনিক বাংলা গানের এই পথিকৃৎ আল মাহমুদের ৯০তম জন্মদিন। এদিন তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে সমাজ মাধ্যমে এক আবেগঘন পোস্ট করেন গায়ক ও গীতিকার কবীর সুমন। তিনি সেই পোস্টে লিখেছিলেন যে, “আপনি যে পক্ষই নেন, আপনি আমার কবি। আজও প্রেমের কবি। আমার বৃদ্ধ বয়সেও নাছোড় প্রেমের কবি। ‘এ বক্ষ বিদীর্ণ করে নামে যেন তোমার তালাক।’ আমি যে ডেরায় থাকি, সেখানে একজন আপনার কবিতা পড়ে শোনায়, উদ্ধৃতি দেয়। মাঝে মাঝে মনে হয়, শুধু আপনার কবিতার জন্যই আমি মুসলমান।”

কবীর সুমনকে কটাক্ষ তসলিমার

এদিকে কবীর সুমনের আবেগপূর্ণ বার্তা নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। তিনি সেই পোস্টের বিরুদ্ধে কবীর সুমনকে কটাক্ষ করে গতকাল অর্থাৎ সোমবার, ১৪ জুলাই, সমাজ মাধ্যমে আরও একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন যে, “মানুষ যত বুড়ো হয়, তত শুদ্ধ হয়, তত উদার হয়। কবীর সুমন যত বুড়ো হচ্ছেন, তত ভণ্ড হচ্ছেন, তত সংকীর্ণ হচ্ছেন। আল মাহমুদের মতো মৌলবাদী কবির জন্য নাকি তিনি মুসলমান হয়েছেন। মিথ্যে কথা। তিনি মুসলমান মহিলাকে বিয়ে করার জন্য মুসলমান হয়েছেন। আসলে তিনি হিন্দুও নন, মুসলমানও নন। তিনি নাস্তিক। নিজের সুবিধে আদায় করতে কখনও তিনি হিন্দু সাজেন, কখনও মুসলমান সাজেন।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এখানেই থামেননি তসলিমা নাসরিন, কবীর সুমনকে কটাক্ষ করে তিনি আরও বলেন যে, “ আসলে তিনি হিন্দুও নন, মুসলমানও নন। তিনি নাস্তিক। নিজের সুবিধে আদায় করতে কখনও তিনি হিন্দু সাজেন, কখনও মুসলমান সাজেন। কারও শিল্পকর্ম ভালবাসলে তার ধর্ম গ্রহণ করতে হবে কেন? কবীর সুমন তো বব ডিলানের গান খুব ভালবাসেন, তিনি তো বব ডিলানের ইহুদি ধর্মে বা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হননি!” তসলিমার এই পোস্টে অনেকেই সহমত জানিয়েছেন। কমেন্ট বক্সে উপচে পড়েছে কবীর সুমনের বিরুদ্ধে একাধিক কটাক্ষ। তবে অনেকেই আবার কবীর সুমনের পক্ষপাতীও ছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশে আটক কাকদ্বীপের ৩৪ মৎস্যজীবী! উঠেছে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ

জিহাদি বলে কটাক্ষ সুমনকে

উল্লেখ্য, কয়েক মাস আগে লেখিকা তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর কথা সংসদে বলেছিলেন বিজেপি সাংসদ বর্তমানের বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আর তারপরই একটি সাক্ষাৎকারে কবীর সুমন জানিয়েছিলেন যে তিনি তসলিমাকে গুরুত্বপূর্ণ মনে করেন না।

এমনকি এও প্রশ্ন তুলেছেন যে তিনি কেন বাংলাদেশে ফিরতে চান না ইত্যাদি। তবে সেই সময়ও চুপ থাকেননি তসলিমা। উল্টে কবীর সুমনকে জিহাদি বলে দাগিয়ে দিয়েছিলেন সেই সময়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group