সহেলি সাঁতরা, কলকাতাঃ তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প (Tarkeshwar Bishnupur Rail Project) ফের বাধার সম্মুখে। একটা বাধা কাটিয়ে এগোতে না এগোতেই নতুন সমস্যা। রেল প্রকল্পের জমি বাঁশ দিয়ে ঘিরে অবস্থান বিক্ষোভ শুরু করে দিয়েছেন পশ্চিম অমরপুর গ্রামের বাসিন্দারা। ফলে বিগত দিন তিনেক ধরে রেলের কাজ থমকে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি স্পষ্ট, চাষের জমি ক্ষতি করে রেল লাইন পাতার পক্ষে তাঁরা নন।
ফের বাধার মুখে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প
পশ্চিম অমরপুরের বিক্ষুব্ধ গ্রামবাসীদের বক্তব্য, এই এলাকায় বর্ষাকালে প্রতি বছর বন্যা বা জল জমার সমস্যা দেখা যায়। যার ফলে সমস্যায় পড়েন চাষীরা। অভিযোগ, এই রেল লাইন হলে বর্ষাকালে জল জমা, বন্যা ইত্যাদি সমস্যা আরো বাড়বে। কারণ, রেল কর্তৃপক্ষ নাকি নিকাশির জন্য প্রয়োজনীয় বড় পাইপ ব্যবহার করছে না।
গ্রামবাসীদের দাবি, রেল প্রকল্প নিয়ে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু সঠিক পরিকল্পনা না করে যদি কাজ করা হয়, তাহলে তারা এবং তাদের চাষের জমি মারাত্বক ক্ষতির সম্মুখীন হতে পারে। উপযুক্ত কালভার্ট ও আন্ডারপাস না করলে গোটা গ্রাম ভেসে যাবে, গ্রামের সমস্যা হবে ইত্যাদি দাবি নিয়ে সরব সেখানকার বাসিন্দারা। গ্রাম বাঁচিয়ে রেলের কাজ হোক, এটাই তাদের দাবি।
ফের অধরাই থেকে যাবে ট্রেন পাওয়ার স্বপ্ন?
কামারপুকুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেল প্রকল্পের কাজ বেশ গতি পেয়েছিল। রেল লাইন পাতার জন্য মাটি ফেলার কাজও করে দেওয়া হয়েছিল। এরপরেই দেখা দিল সমস্যা। গত তিনদিন ধরে গোঘাটের পশ্চিম অমরপুরের বাসিন্দারা কাজ বন্ধ করে, বাঁশ দিয়ে ঘিরে, ত্রিপল খতিয়ে ধর্নায় বসেছেন। এর আগে ভাবাদিঘিতে সমস্যার সম্মুখীন হয়েছিল এই রেল প্রকল্প।
আরও পড়ুনঃ ট্যাব কেলেঙ্কারি থেকে শিক্ষা, এবার বিরাট বদল আনল বিকাশ ভবন! বাধ্যতামূলক হল OTP
তারকেশ্বর থেকে বিষ্ণুপুর থেকে রেল পরিষেবা শুরু হোক, এই দাবি দীর্ঘ দিনের। একাধিক সমস্যার কারণে অনেক দিন কাজ আটকে ছিল। তারপর নতুন উদ্যম নিয়ে শুরু হয় কাজ। রাজ্যের একাধিক জায়গায় জমি জট সহ একাধিক কারণে আটকে থাকে বিভিন্ন প্রকল্প। মাঝেমধ্যে ওঠে সরকারের উদাসীনতার অভিযোগ। আবার কখনো প্রকল্পের কারণে সিঁদুরে মেঘ দেখেন স্থানীয় বাসিন্দারা। যার ফলে বিভিন্ন কারণে ব্যহত হয় কাজের গতি। গ্রামবাসীদের দাবি অনুযায়ী সমস্যা মিটিয়ে আবার কবে কাজ এগোয় এখন সেটাই দেখার। তাছাড়া এই প্রকল্প বাস্তবায়িত হলে অনেক মানুষের সুবিধা হবে, কম টাকায় যাতায়াত করতে পারবেন অনেকটা পথ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |