খাস কলকাতায় দুই নাবালিকাকে ধর্ষণ! অন্তঃসত্ত্বা ১, ধৃত অভিযুক্তরা

Published:

Garden Reach
Follow

প্রীতি পোদ্দার, গার্ডেনরিচ: ফের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল খাস কলকাতা শহরে। পরপর ২ নির্যাতিতাকে নারকীয়ভাবে ধর্ষণ করার অভিযোগ উঠেছে । এদিকে ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে এক নির্যাতিতা। চাঞ্চল্যকর ঘটনা দুটি ঘটেছে গার্ডেনরিচ (Garden Reach) এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের।

ঘটনাটি কী?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর, রবিবার, পুজোর মরশুমে গার্ডেনরিচে ধর্ষণের শিকার হন এক নাবালিকা। একবার নয়, একাধিক জায়গায় একাধিকবার নানা অছিলায় ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, বারবার ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই নির্যাতিতা। শেষে দক্ষিণ বন্দর থানায় পুলিশের কাছে অভিযোগ জানানো হলে তদন্তে নামে তাঁরা। জানা গিয়েছে, গত রবিবার অর্থাৎ ১২ অক্টোবর গভীর রাতে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত কুতুবউদ্দিন শাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নাবালিকার সঙ্গে অভিযুক্তের সম্পর্ক ছিল। পকসো-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে কুতুবউদ্দিনের বিরুদ্ধে।

নাবালিকার ওপর যৌন হেনস্থা!

অন্যদিকে ফের গার্ডেনরিচের দক্ষিণ বন্দর এলাকায় আরও এক ধর্ষণ কাণ্ডের ঘটনা ঘটতে দেখা যায়। জানা গিয়েছে গত ১১ অক্টোবর, ৯ বছর বয়সি এক নাবালিকর ওপর যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে সেখানকার এক সোনার দোকানের ম্যানেজার ইমতিয়াজ আলমের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের তরফে অভিযোগ উঠেছে যে যৌন হেনস্থার পর নাবালিকাকে এতটাই ভয় দেখানো হয়েছে যে সে রাতে অসুস্থ হয়ে পড়ে। তখন বাড়ির লোকের চাপে সব ঘটনা বলে দেয় নির্যাতিতা। পরিবারের সদস্য তখন ইমতিয়াজের খোঁজে বের হয়। কিন্তু সেই সময় অভিযুক্ত পালিয়ে যায় এরপর পুলিশে অভিযোগ দায়ের করা হলে গতকাল অর্থাৎ সোমবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৬৪ লক্ষ টাকা আর্থিক তছরুপ! গ্রাহকদের তুমুল উত্তেজনা ফরাক্কায়

এদিকে গত শুক্রবার অর্থাৎ ১০ অক্টোবর দুর্গাপুরের পরাণগঞ্জে বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। রাত ৮টা নাগাদ বন্ধুর সঙ্গে খাবার কিনতে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন ওড়িশার বাসিন্দা ওই ছাত্রী কিন্তু তখনই ৫ জন যুবক তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অন্দরে প্রশাসনের ভূমিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এমনকি এই ঘটনা প্রসঙ্গে ক্ষুব্ধ সাধারণ মানুষ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join