শিয়ালদা, হাওড়ায় লোকাল ট্রেন বাতিলের পর বন্ধ হচ্ছে মেট্রো পরিষেবাও?

Published on:

kolkata metro cyclone dana

শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় গেছে ততই বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘ডানা’। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত এটি ওড়িশার ধামরা থেকে ১৮০ কিলোমিটার দূরে রয়েছে। এদিকে আসন্ন এই ঘূর্ণিঝড়ের জেরে বাংলা এবং ওড়িশা উপলক্ষে তীব্র সর্তকতা জারি করা হয়েছে। দুই রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে হাই অ্যালার্ট মোডে রয়েছে দুই রাজ্যের প্রশাসন। ইতিমধ্যে বড়সড় বিপদ এড়াতে বৃহস্পতিবার রাত থেকে আগামীকাল শুক্রবার ভোরবেলা অবধি হাওড়া ওই শিয়ালদা ডিবিশনে বহু লোকাল ট্রেন বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এখানে অবশ্যই প্রশ্ন উঠছে মেট্রো পরিষেবা কি স্বাভাবিক থাকবে? এ বিষয়ে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।

ধেয়ে আসছে ডানা, চলবে মেট্রো?

WhatsApp Community Join Now

ঘূর্ণিঝড় ডানার আতঙ্কে রীতিমতো তথষ্ট হয়ে রয়েছেন বাংলা থেকে শুরু করে ওড়িশার সাধারণ মানুষ। এদিকে একের পর এক লোকাল ট্রেন থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেন বাতিল করে দেওয়া জেরে সাধারণ মানুষের মাথায় রীতিমতো বাজ ভেঙে পড়েছে। এদিকে কলকাতার শহরের মানুষজন প্রশ্ন তুলতে শুরু করেছেন যে মেট্রো পরিষেবা কি স্বাভাবিক থাকবে? নাকি মেট্রোও বাতিল করে দেওয়া হবে? এই বিষয়ে বড়সড় তথ্য দিলেন এবার পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

পূর্ব রেল ওই কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘আমরা কোনও মেট্রো বাতিল করছি না। অরেঞ্জ লাইন যেমন ৮টায় বন্ধ হয়, তেমন থাকবে। কোনও ট্রেন বাতিল করছি না এখনও। শহরের মানুষকে ফিরতে হলে মেট্রোতেই ভরসা রাখতে হয়।’

পরিচিতি মোকাবিলায় তৈরি কলকাতা মেট্রো

মেট্রো বাতিল থাকবে না ঠিকই কিন্তু প্রয়োজন পড়লে সবরকম পরিস্থিতির জন্য তৈরি রয়েছে কলকাতা মেট্রো বলে জানিয়েছেন কৌশিক মিত্র। তিনি জানিয়েছেন, ‘সাইক্লোনে কী হবে সেটা আগাম জানা যায় না। তবে আমরা তৈরি থাকছি সবরকম ভাবে।’

সঙ্গে থাকুন ➥