শিয়ালদার পর হাওড়া, ঘূর্ণিঝড়ের জন্য বাতিল একগাদা লোকাল ট্রেন! তালিকা দিল পূর্ব রেল

Published on:

local train cancelled in howrah

শ্বেতা মিত্র, কলকাতাঃ শক্তিশালী রূপ নিয়ে ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। বর্তমানে এই ডানার আতঙ্কে রাতের ঘুম উড়ে গিয়েছে বাংলা ও ওড়িশার মানুষের। এদিকে এই ঘূর্ণিঝড়ের আতঙ্কে জায়গায় জায়গায় বহু ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। শিয়ালদহ থেকে শুরু করে হাওড়া ডিভিশনে কয়েকশো ট্রেন বাতিল করে দিয়েছে পূর্ব রেল। কোনোরকম বিপত্তি এড়াতে এহেন সিদ্ধান্ত নিয়েছে রেল বলে খবর। আগামীকাল শুক্রবার অবধি বাতিল থাকবে বহু ট্রেন বলে খবর। আপনিও যদি হাওড়া ডিভিশনের যাত্রী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। এবার এক ধাক্কায় হাওড়া থেকে একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা করল রেল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হাওড়া ডিভিশনে বাতিল বহু ট্রেন | Trains Cancelled From Howrah

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ডানার কথা ভাবনাচিন্তা করে শুক্রবার ভোর ৪টে থেকে ৮.২৩ মিনিট পর্যন্ত হাওড়া থেকে একাধিক শাখায় বাতিল করে দেওয়া হল ২৫ ট্রেন। ব্যান্ডেল, বর্ধমান, শেওড়াফুলি, তারকেশ্বর থেকে হাওড়াগামী সমস্ত ট্রেন বাতিল করে দেওয়া হয়েছেন। আর এই সংখ্যাটা হল ৬৮। হ্যাঁ ঠিকই শুনেছেন। এর ফলে স্বাভাবিকভাবেই নতুন করে ব্যাপক যাত্রী হয়রানির আশঙ্কা করা হচ্ছে।

কোন কোন ট্রেন বাতিল থাকবে

ভোর ৪:০০ বর্ধমান লোকাল।
৪.১৫ মিনিটের বর্ধমান লোকাল।
৪.২২ মিনিটের গোঘাট লোকাল।
৪.৪৭ মিনিটের ব্যান্ডেল লোকাল।
৪.৫৫ মিনিটের তারকেশ্বর লোকাল।
৫.১৪ মিনিটের ব্যান্ডেল লোকাল।
৫.৩২ মিনিটের সিঙ্গুর লোকাল।
৫.৪৫ মিনিটের মশাগ্রাম লোকাল।
৫.৫৫ মিনিটের তারকেশ্বর লোকাল।
৬.২৬ মিনিটের ব্যান্ডেল লোকাল।
৭.০৫ মিনিটের ব্যান্ডেল লোকাল।
৭.৩০ মিনিটের শেওড়াফুলি লোকাল।
৭.৪০ মিনিটের বেলুড় মঠ লোকাল।
৭.৪৫ মিনিটের শ্রীরামপুর লোকাল।
৮.১২ মিনিটের শেওড়াফুলি লোকাল।
৮.২০ মিনিটের ব্যান্ডেল লোকাল।
৮.৩৫ মেমারি লোকাল।
৮.৪৯ মিনিটের চন্দনপুর লোকাল।
৮.৫০ মিনিটের শেওড়াফুলি লোকাল।
৯.১০ মিনিটের ব্যান্ডেল লোকাল।
৯.১৫ মিনিটের শেওড়াফুলি লোকাল।
৯.২০ মিনিটের শ্রীরামপুর লোকাল।
৯.৪০ মিনিটের শেওড়াফুলি লোকাল।
৯.৪০ মিনিটের বারুইপাড়া লোকাল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group