DA আন্দোলনের মাঝে অর্থ দফতর নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, চমকে গেলেন সরকারি কর্মীরাও

Published on:

dearness allowance nabanna

শ্বেতা মিত্র, কলকাতাঃ বাংলায় মাসের পর মাস বছরের পর বছর ধরে ডিএ (Dearness Allowance) বিতর্ক জিইয়ে রয়েছে। সুপ্রিম কোর্টে মামলা হলেও বারবার তা পিছিয়ে গিয়েছে। এদিকে রোদ, ঝড়, জল উপেক্ষা করে হাজার হাজার সরকারি কর্মী বিক্ষোভ, আন্দোলন করেও সরকারের তরফে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির যেন কোনও নামই নেই। তবে এসবের মাঝেই সরকারি কর্মীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অর্থ দফতরের অনেক এমন মানুষ রয়েছেন যারা কিনা বামপন্থী বলে উল্লেখ করলেন মমতা। হ্যাঁ ঠিকই শুনেছেন। আরো বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিস্ফোরক মুখ্যমন্ত্রী

বছরের পর বছর ধরে বকেয়া ও কেন্দ্রীয় হারে DA বৃদ্ধির দাবিতে আন্দোলন করেই চলেছেন সরকারি কর্মীরা। বেশ কয়েকবার নবান্নের সামনেও ধর্না দিয়ে এসেছে কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। তারপরেও সরকার যেন নিজের অবস্থান থেকে এক চুলও নরেনি। বর্তমানে সরকারি কর্মীরা ১৪ শতাংশ হারে DA পাচ্ছেন। এছাড়া আরও অন্যান্য সুযোগ সুবিধা তো রয়েইছেই। যাইহোক, তবে এবার নিজেরই অর্থ দফতর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন কিছু বলতে শোনা গেল যা শোনার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিলেন না।

মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘অর্থ দফতরের সচিব প্রভাত মিশ্র খুব ভালো মানুষ। কিন্তু তোমার দফতরে অনেক বামপন্থী লোক আছে।’ স্বাভাবিকভাবেই প্রশাসনিক প্রধানের মুখে এহেন বক্তব্য শুনে চমকে গিয়েছেন সকলেই।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বামেদের নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘অর্থ দফতরকে আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে। কয়েকজন বাদ দিয়ে বেশিরভাগ লোকই বামপন্থী রাজনীতির আলোচনা করে ওখানে বসে। দরকার হলে নতুন লোক নিয়ে এসে কাজ করাও। আমি নিজে গিয়ে দেখে এসেছি। নাহলে বলতাম না। ফাইলের পর ফাইল জমেছে। এটা মিটিং-মিছিল করার জায়গা নয়, এটা কাজের জায়গা।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group