শ্বেতা মিত্র, কলকাতা: ডিএ (Dearness Allowance) ইস্যুতে এবার কার্যত নিজেদের মধ্যেই দ্বন্দে জড়ালেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকারি কর্মীদের লাফিয়ে লাফিয়ে যখন মহার্ঘ ভাতা বাড়ছে তখন অন্যদিকে বাংলার সরকারি কর্মীদের কপালে এই সুখ যেন লেখা নেই।
তবে এরই মাঝে এবার দিয়ে ইসুতে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করতে শুরু করলেন কিছু সরকারি কর্মী। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশকে আক্রমণ শানালেন মহার্ঘ ভাতা আন্দোলনের অন্যতম বড় মুখ নির্ঝর কুণ্ডু। তিনি রাজ্য সরকারি কর্মীদের একাংশকে এক কথায় চাঁচাছোলা ভাষায় আক্রমণ সানালেন। কিছু কর্মীকে শীঘ্রই ‘DA’ দেওয়া হবে বলে কটাক্ষ করলেন নির্ঝর। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
DA ইস্যুতে বাড়ছে ক্ষোভ
মাসে পর মাস বছরে পর বছর ধরে বাংলা সরকারি কর্মীরা ডিএ ইসুতে আন্দোলন জারি রেখেছেন তবে সকলেই যে এই আন্দোলনে আবার শামিল হয়েছেন তাও কিন্তু না। ফলে যে সকল রাজ্য সরকারি কর্মী এই আন্দোলনের সামিল হয়নি তাদেরকে কার্যত তীব্র ভাষায় কটাক্ষ করেছেন নির্ঝর কুণ্ডু। তিনি জানিয়েছেন, ‘অনুগত কর্মচারীদের জন্য খুব শীঘ্রই চালু হবে DA-শ্রী।’
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণের দিনক্ষণ প্রকাশ শিক্ষা সংসদের
যাইহোক একদিকে যখন সপ্তম বেতন পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন তখন অন্যদিকে বাংলার সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় মাত্র ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবেই সকলের ক্ষোভের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এদিকে সুপ্রিম কোর্টে বারবার মামলা উঠলেও শুনানি হচ্ছে না। যে কারণে মন ভাঙছে একের পর এক সাধারণ কর্মীর। তবে আর নয়, নতুন করে জানুয়ারি মাসের শেষের দিকে বড়সড় আন্দোলনে সামিল হতে চলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য সহ বহু সরকারি আধিকারিক।
ফের আন্দোলনে নামছেন সরকারি কর্মীরা
এখন নিশ্চয়ই ভাবছেন যে ফের কবে আন্দোলন শুরু হবে সরকারি কর্মীদের? ঘোষণা করা হয়েছে, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, বকেয়া DA মিটিয়ে দেওয়ার মতো বিভিন্ন দাবিতে আগামী ২৭ জানুয়ারি রাস্তায় নামতে চলেছেন। সেদিন মহামিছিল এবং মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ সরকারি চাকরি ছাড়াই মিলবে ১০,০০০ টাকার পেনশন! বড় ঘোষণা আসতে চলেছে বাজেটে
সকলের একটাই বক্তব্য, যেখানে দেশের অধিকাংশ রাজ্যের সরকারি কর্মচারীদের সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার সেই কাজটা করতে ব্যর্থ হচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কদের বক্তব্য, যতদিন না তাঁদের দাবিপূরণ করা হচ্ছে, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না, ততদিন আন্দোলন চলবে। আন্দোলন প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘এই রাজ্যের একটি মহল থেকে যে রটানো হচ্ছিল যে কেন্দ্রীয় সরকার বেতন কমিশন তুলে দেবে? সবটাই তাহলে ভয় দেখানো? আসলে মানুষকে বশবর্তী করে রাখার বাসনা থেকে এসব আসে। কিন্তু ভুলে যায় যে সময় সব প্রমাণ করে দেয়।’ যাইহোক, আগামী ২৭ জানুয়ারি কী হয় এখন সেদিকে নজর থাকবে সকলের।