কালীপুজোর আগে যাত্রী সুবিধার্থে বিধাননগর, দমদম স্টেশন নিয়ে বড় সিদ্ধান্ত পূর্ব রেলের

Published:

eastern railway zone
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ উৎসবের আবহে যাত্রীদের সুবিধার্থে বিরাট সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Railway zone)। জানা গিয়েছে, পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ তাদের ব্যস্ততম দুটি শহরতলির স্টেশন- বিধাননগর রোড এবং দমদম জংশনে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করেছে। যার মধ্যে নির্দিষ্ট রুটের জন্য ডেডিকেটেড প্ল্যাটফর্ম অন্তর্ভুক্ত রয়েছে। এরইসঙ্গে আরও একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলুন জেনে নেবেন বিশদে।

উৎসবের আবহে বিরাট সিদ্ধান্ত পূর্ব রেলের

রেল সূত্রে খবর, বিধাননগর রোডে, যা প্রতিদিন প্রায় ১.৭ লক্ষ যাত্রী পরিবহন করে, আর এত বিপুল পরিমাণে ভিড় সামাল দেওয়া মোটেও মুখের কথা নয়, ফলে এবার এই রেলস্টেশনটিতে একটি কাঠামোগত প্ল্যাটফর্ম পৃথকীকরণ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। ১ নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদহ থেকে নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, গেদে এবং লালগোলা অভিমুখে সমস্ত আপ মেইন লাইন লোকাল পরিষেবা প্রদান করবে, অন্যদিকে ২ নম্বর প্ল্যাটফর্ম মাঝেরহাট এবং বালিগঞ্জ থেকে আগত ট্রেন, বারাসত, বনগাঁ, হাসনাবাদ এবং ডানকুনি পর্যন্ত আপ শহরতলির পরিষেবা এবং এর মধ্য দিয়ে যাওয়া সমস্ত মেল, এক্সপ্রেস এবং যাত্রীবাহী ট্রেন পরিচালনা করবে।

জট কমাতে, যাত্রী সংখ্যা কম থাকার কারণে গৌর এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেস সহ আটটি মেল এবং এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রত্যাহার করা হতে পারে। প্ল্যাটফর্ম ২ নম্বরকে বিক্রেতা-মুক্ত অঞ্চল হিসাবে ঘোষণা করা হবে। দমদম জংশনে, প্ল্যাটফর্ম নং ১ নং নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর এবং লালগোলা অভিমুখে আপ মেইন লাইন লোকাল পরিষেবা প্রদান করবে, অন্যদিকে প্ল্যাটফর্ম নং ২ শিয়ালদহের দিকে ডাউন ট্রেনগুলি পরিচালনা করবে। প্ল্যাটফর্ম ৩ থেকে ৫ নং বারাসত, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি এবং মাঝেরহাট এবং বালিগঞ্জ থেকে আগত ট্রেনগুলি থেকে শহরতলির পরিষেবা পরিচালনা করবে।

চলবে বিশেষ ট্রেন

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক রাজীব সাক্সেনা বলেন, সংশোধিত ব্যবস্থার জন্য পরীক্ষামূলক রান শুরু হয়েছে, চূড়ান্ত বাস্তবায়ন কার্যকরী সম্ভাব্যতার উপর নির্ভর করবে। এরইসঙ্গে কালীপুজো থেকে শুরু করে ছটপুজো উপলক্ষে বিশেষ অতিরিক্ত ট্রেন চালানোর ঘোষণাও করেছে রেল। কালীপুজো, দীপাবলি এবং ছট-এর আগে, ২০-২১ অক্টোবর চার জোড়া রাতের স্পেশাল লোকাল ট্রেন চলবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join