পুজোয় হাওড়া ও শিয়ালদা লাইনে সারারাত ট্রেন, টিকিট কাটারও হবে না ঝঞ্ঝাট! ঘোষণা পূর্ব রেলের

Published on:

howrah sealdah train

শ্বেতা মিত্র, কলকাতাঃ একদম দোরগোড়ায় এসে হাজির হয়েছে দুর্গাপুজো। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই পুজোর আনন্দে মেতে উঠবেন সমাজের সকল স্তরের মানুষ। পুজোকে কেন্দ্র করে সকলের চলছে শপিং খাওয়া-দাওয়া এর সঙ্গে পুজোর কয়েকটা দিন কিভাবে কি ঘোরা যায় তা নিয়েও প্ল্যান চলছে বিস্তর। এদিকে পুজোর সময় ভিড় সামাল দিতে এবার একগুচ্ছ অতিরিক্ত এবং গভীর রাত অবধি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল, হ্যাঁ ঠিকই শুনেছেন।

ইতিমধ্যে যাত্রীদের সুবিধার্থে ভোর অবধি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। অন্যদিকে এবার সাধারণ মানুষের কথা চিন্তাভাবনা করে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটল পূর্ব রেল। জানা গিয়েছে, হাওড়া এবং শিয়ালদা এই ২ ডিভিশনে গভীর রাত পর্যন্ত ট্রেন পরিষেবা থাকবে পুজোর সময়ে।

গভীর রাত অবধি মিলবে ট্রেন পরিষেবা

অনেকেই আছেন যারা রাত জেগে ঠাকুর দেখেন বা বিকেল থেকে ঠাকুর দেখতে পছন্দ করে থাকেন। তবে পর্যাপ্ত পরিমাণে ট্রেন না মেলার সকলেরই একটি অভিযোগ থাকে। তবে আর চিন্তা নেই, এমনিতে রেল যাত্রীদের সুবিধা করতে তো নানা সময়েই কিছু না কিছু করে থাকে পূর্ব রেল। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। সকলের যাতে বাড়ি ফিরতে অসুবিধা না হয় তার জন্য ২ ডিভিশনে একগুচ্ছ ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল, সেই সঙ্গে গভীর রাত পর্যন্ত চলবে ট্রেন বলে খবর। সেইসঙ্গে সব স্টেশনে স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিনও সক্রিয় রাখা হবে বলে খবর। যাত্রীদের যাতে টিকিট কাটতে অসুবিধা না হয় সেজন্য সকাল-বিকেল স্টেশনে রেলকর্মীরাও উপস্থিত থাকবেন।

সপ্তমী, অষ্টমী ও নবমীতে চলবে ট্রেন

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তমী, অষ্টমী ও নবমীতে গভীর রাতে তিনটি ট্রেন চলবে। হাওড়া ও বর্ধমানের মেন-কর্ড শাখায় মিলবে এই ট্রেন। এই প্রসঙ্গে হাওড়ার সিনিয়র ডিসিএম রাহুল রঞ্জন জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে আলোচনায় ঠিক হয়েছে রাত ১১.৪৫, ২.৪৫ ও ২টোর সময়ে হাওড়া থেকে আপ ট্রেনগুলি ছাড়বে। হাওড়া স্টেশনে এখন সর্বমোট ২৪টি কাউন্টার খোলা থাকে। পুজোর সময় আরও ছটি অর্থাৎ মোট ৩০টি কাউন্টার খোলা থাকবে। স্টেশনে মেডিক‌্যাল হেল্প বুথ থাকবে। শিয়ালদহ দক্ষিণ, বনগাঁ ও মেন সব শাখাতেও গভীর রাতে ট্রেন চালানো হবে।’

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥