সহেলি মিত্র, কলকাতাঃ পুজোর আমেজকে গায়ে মেখে প্যান্ডেলে প্যান্ডেলে মানুষ ভিড় জমাচ্ছেন। সেইসঙ্গে চলছে দেদার খাওয়া দাওয়া, আড্ডা। তবে এই উৎসবের সময়ে যেন মুখ ভার পাহাড়ের। ফাঁকা ধু ধু করছে দার্জিলিং-এর (Darjeeling) মতো হিল স্টেশন। এমনিতে দুর্গাপুজোর সময়ে অনেকেই আছেন যারা কয়েকটা দিনের ছুটিতে পাহাড় ঘুরে আসতে। তবে এবারের ছবিটা যেন একদমই অচেনা। ইতিমধ্যে দার্জিলিং ম্যাল রোডের একটি সামাজিক মাধ্যমে ব্যাপক গতিতে ভাইরাল হয়েছে, যা দেখে চমকে গিয়েছেন অনেকেই।
ফাঁকা ধু ধু করছে দার্জিলিং
এমনিতে পুজোর সময়ে দার্জিলিং-এ ব্যাপক ভিড় হয়। মানুষে গিজগিজ করে। তবে এবারের ছবি একদমই বদলে গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দার্জিলিং-এর ম্যাল রোডে তেমন কোনও পর্যটক নেই। বলতে গেলে ফাঁকাই। দোকানগুলো যেন মাছি তাড়াচ্ছে। স্বাভাবিকভাবেই এহেন পরিস্থিতিতে চিন্তায় পড়েছেন হোটেল ব্যবসায়ীরা। হঠাৎ কী হল? উঠছে প্রশ্ন।
এদিকে পাহাড়ে ভিড় না ট্রেনে কিন্তু সিট নেই। যাইহোক, আগের বছর অবধি দার্জিলিং-এ পুজোর সময়ে বেশিরভাগ হোটেল বুক হয়ে যেত এবছর একদম উল্টো ঘটনা। পুজোর সময়ে ফাঁকা দার্জিলিং ভাবাই যায় না। কোনও হোটেল, হোমস্টে-তে পা ফেলার রাখা যায় না। অথচ এবছর বহু হোটেল বুকই হয়নি। পর্যটন মহলের একাংশ মনে করছে, গত বছর অক্টোবরের মাঝামাঝি সময়ে পুজো ছিল ৷ এবছর সেপ্টেম্বরের শেষে দুর্গাপুজো ৷ ভারী বৃষ্টি হচ্ছে জায়গায়, তাই ভিড় হয়নি।
মাথায় হাত ব্যবসায়ীদের
এই বিষয়ে দার্জিলিং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন-এর কার্যকরী কমিটির সদস্য প্রদীপ মিত্র বলেন, “এবছর পুজো অনেকটাই এগিয়ে এসেছে ৷ বর্ষাও সেভাবে যায়নি ৷ পাহাড়ে মাঝেমধ্যে বৃষ্টি হয়ে চলছে ৷ পুজো এগিয়ে আসাটা পর্যটনে কিছুটা খারাপ প্রভাব ফেলেছে ৷ তার উপর আবহাওয়া তো আছেই ৷ মাঝে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে৷ দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় ধসের কারণে টয়ট্রেন বন্ধ ৷ এসবের জন্যে পর্যটকরা একটু ইতস্তত করছে ৷ তবে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে আশা করা যায় পর্যটকরা পাহাড়মুখী হবেন ৷”
অপরদিকে দার্জিলিং-এর এক হোটেল মালিক রাজেশ প্রসাদ বড় কথা বলেছেন। তিনি বলেন, “হোটেলে সেরকম বুকিং নেই ৷ আমার অন্য যেসব বন্ধুদের হোটেল আছে, তাঁদেরও একই অবস্থা ৷ বুকিংয়ের জন্য খোঁজখবর এলেও সেই বুকিং কনফার্ম হচ্ছে না ৷ জানি না কী হবে ৷”