ইতিহাস! নশিপুর রেল ব্রিজ দিয়ে প্রথমবার ছুটল যাত্রীবাহী ট্রেন, উত্তরবঙ্গ যাওয়া আরও হবে সহজ

Published on:

nashipur rail bridge

শ্বেতা মিত্র, মুর্শিদাবাদঃ যত সময় এগোচ্ছে ভারতীয় রেল ব্যবস্থাকে তাতই আলাদা আলাদা পর্যায়ে নিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার। বাংলা সহ একের পর এক জায়গায় নতুন ট্রেন থেকে শুরু করে প্ল্যাটফর্ম সংস্করণ, রেল লাইনের কাজ উন্নত করা সহ একাধিক কাজ করেই চলেছে। তবে দুর্গাপুজোর আবহে বাংলার মানুষের জন্য এক দারুণ সুখবর রয়েছে। কুড়ি বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজিমগঞ্জ নসিপুর রেল রুটের উদ্বোধন হয়েছে। আর এর উপর দিয়ে বুধবার শুরু হয়ে গিয়েছে রেল পরিষেবাও। হ্যাঁ ঠিকই শুনেছেন। পুজোর মুখে এহেন নতুন রেল রুট পেয়ে বেজায় খুশি বাংলার সাধারণ মানুষ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পুজোর মুখে নয়া রেল রুট পেল বাংলা

জানা গিয়েছে, আজ থেকে ২০ বছর আগে শিলান্যাস হলেও অবশেষে জমি জট কাটিয়ে আজিমগঞ্জ নশিপুর দিয়ে ট্রেন চলাচল শুরু হল। দীর্ঘ প্রতীক্ষিত নশিপুর ব্রিজের উপর দিয়ে শুরু হয়েছে এ ট্রেন পরিষেবা। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল রুটের উদ্বোধন করেন। রেল সূত্রে খবর, আপাতত আজিমগঞ্জ কৃষ্ণনগর দুটি প্যাসেঞ্জার ট্রেন চলাচল করবে। পরবর্তীকালে এক্সপ্রেস ট্রেনও চালানো হবে বলে রেল দপ্তরের তরফে জানানো হয়েছে।

এখন আরও সহজ উত্তরবঙ্গে যাওয়া

নয়া রেল রুটের জেরে উপকৃত হবেন মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা এই জেলার মানুষ। মুর্শিদাবাদ ও নদিয়া জেলার মানুষকে এখন উত্তরবঙ্গে যেতে হলে হাওড়া হয়ে যেতে হয়। কিন্তু লালবাগের সঙ্গে আজিমগঞ্জ নসিপুর রেল ব্রিজ স্থাপনের ফলে খুব সহজে এবার ফারাক্কা হয় সাধারণ মানুষ উত্তর ভারত যেতে পারবেন। এতদিন পর্যন্ত ডানকুনি এবং নৈহাটি ব্যান্ডেল হয়েই শিয়ালদহ এবং হাওড়ার সঙ্গে যোগাযোগ হতো। এখন মুর্শিদাবাদ জেলার নসিপুর ব্রিজের মাধ্যমে মুর্শিদাবাদ এবং আজিমগঞ্জ এই দুটি স্টেশন যুক্ত হয়ে গেল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ ভারতের ব্যস্ততম ৭ রেল স্টেশন, তালিকায় বাংলার একটি, দেখুন লিস্ট

যে ট্রেনগুলি চালু হয়েছে তা মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ, বহরমপুর, বেলেডাঙ্গা,  নদীয়ার পলাশী, দেবগ্রাম, বেথুয়াডহরি হয়ে কৃষ্ণনগর পর্যন্ত ট্রেনটি আসবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group