টানা ৪ দিন বন্ধ থাকবে নৈহাটি স্টেশনের ১ নং প্ল্যাটফর্ম! কালীপুজোর মধ্যেই সিদ্ধান্ত পূর্ব রেলের

Published on:

naihati station

শ্বেতা মিত্র, কলকাতাঃ আর মাত্র কিছুক্ষণ তারপরেই রয়েছে কালীপুজো। এদিকে কালীপুজোকে কেন্দ্র করে কলকাতা শহরসহ দেশের বিভিন্ন জায়গায় সাজে সাজো রব রয়েছে। সেই সঙ্গে পুজোকে ঘিরে রীতিমতো সকলের প্রস্তুতিও তুঙ্গে রয়েছে। যদিও আজ কথা হবে নৈহাটি (Naihati) নিয়ে। কালীপুজোর কথা হবে আর নৈহাটির প্রসঙ্গ উঠবে না সেটা তো হতেই পারে না। কালীপুজো এবং নৈহাটি যেন একে অপরের পরিপূরক। তবে এবারে কালীপুজোয় নৈহাটিতে ট্রেনে করে যাওয়া কিছুটা হলেও অসুবিধার হতে পারে বলেই ইঙ্গিত মিলেছে। কারণ কালীপুজোর আবহে নৈহাটি স্টেশনের প্ল্যাটফর্মকে ঘিরে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বড় সিদ্ধান্ত রেলের

এমনিতে কালীপুজোকে ঘিরে নৈহাটিতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। দুর্গাপুজোর ভিড়কেও রীতিমতো হার মানিয়ে দেয় নৈহাটির কালীপুজো। যেদিকে দু’চোখ যায় শুধুই কালো মাথাই নজরে পড়ে। বছরের পর বছর ধরে এই নৈহাটিতে পূজিত হয়ে আসেন বড়মা। আর এই বড়মাকে দেখতে বিশেষ করে কালীপুজোর সময় দিকে দিকে থেকে মানুষ ছুটে আসেন। কেউ আসেন নিজের গাড়ি করে তো কেউ আসে না আবার এই ট্রেনে করে। আপনারও যদি কালীপুজোর সময়ে নৈহাটিতে যাওয়ার পরিকল্পনা হয়ে থাকে তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরী খবর। আগামীকাল বৃহস্পতিবার থেকে টানা ৪ দিন বন্ধ থাকবে নৈহাটি রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম।

বন্ধ থাকবে নৈহাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম

নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চার দিন নৈহাটি লোকাল-সহ অন্যান্য লোকাল ট্রেন না ছাড়ার জন্য রেলকে অনুরোধ জানিয়ে চিঠি দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। কালীপুজোর সময় সাধারণ মানুষের ভিড়কে রীতি সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় রেল পুলিশ থেকে শুরু করে সাধারণ পুলিশকে। তবে এবারে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আগে থেকেই সতর্ক হয়ে গেল পুলিশ প্রশাসন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ৩১ অক্টোবর কালীপুজোর দিন থেকে ৩ নভেম্বর পর্যন্ত ওই প্ল্যাটফর্ম বন্ধ রাখার অনুরোধ করেছেন রেলের কাছে। ১ নম্বর প্ল্যাটফর্মের পরিবর্তে ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group