সহেলি মিত্র, কলকাতা: সামনেই রয়েছে রথযাত্রা। আর এই রথযাত্রার আগে বিরাট রকমের চমক দিল ভারতীয় রেল। আপনিও যদি এই রথযাত্রায় পুরী যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাও কিনা আবার ট্রেনে করে তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। এবার ট্রেনের আসন পাওয়া আরো সহজ হলো। এর কারণ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে এবার আরো বেশ কয়েকটি কোচ যুক্ত করল ভারতীয় রেল। আর এ বিষয়ে ফেসবুক পেজে তথ্য শেয়ার করেছে রেল। এ বিষয়ে আরো তথ্য পেতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
কোচ বাড়ল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে
হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস শুরু হওয়ার পর থেকেই ক্রমশ জনপ্রিয়তা পেতে শুরু করেছিল। এখনো বেশ কিছুটা সময় এগিয়ে গেল এই জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। আর পুরী মানেই হল বাঙালি পর্যটকদের কাছে এক আলাদা ভালো লাগার জায়গা। এই জায়গা জনপ্রিয়তা এতটাই বেশি যে ট্রেনে আসন পাওয়া একপ্রকার মুশকিল। এদিকে সামনেই রয়েছে রথযাত্রা আর এই রথযাত্রার সময় পুরী সেজে ওঠে। এহেন পরিস্থিতিতে যাত্রী ও পর্যটকদের মধ্যে ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে, ভারতীয় রেল পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে আরও চারটি এসি চেয়ার কার কোচ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
কর্মকর্তাদের মতে, আরও চারটি এসি চেয়ার কার কোচ যুক্ত হওয়ার সাথে সাথে, পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এখন ১৬ মে থেকে ২০টি কোচ নিয়ে চলবে।রেল কর্তারা জানিয়েছেন, পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের আপগ্রেড করা রেক কম্পোজিশনে ১৬টি এসি চেয়ার কার কোচ, ২টি এক্সিকিউটিভ চেয়ার কার কোচ এবং ২টি ক্রু ও এসি চেয়ার কার কোচ থাকবে।আগামী ২৭ জুন রথযাত্রা আছে।
দীঘার কী পরিস্থিতি?
তবে শুধু পুরী নয়, এবার বাংলার পর্যটকদের নজরে রয়েছে দীঘা। কারণ এবছর দিঘাতেও উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরের। প্রতিদিন বহু মানুষের জনসমাগম এই মন্দিরে দেখা যাচ্ছে। রীতিমতো পর্যটকদের ঢল নেমেছে দীঘায়। আর কমবেশি সকলের গন্তব্য দীঘার জগন্নাথ মন্দির। এবছর পুরীর মতো দীঘার জগন্নাথ মন্দিরেও কি রথযাত্রা নিয়ে কোনওরকম প্ল্যান আছে? জানা গিয়েছে, এবার পশ্চিমবঙ্গের দীঘার জগন্নাথ ধামেও ধুমধাম করে রথযাত্রা পালন করা হবে। সপ্তাহদুয়েক আগেই দীঘার জগন্নাথ ধামের উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ পাকিস্তানকে বিনা কারণে সাহায্য করছে না তুরস্ক! জেনে নিন অকৃতজ্ঞ তুর্কির অসৎ উদ্দেশ্যগুলি
দীঘা যাওয়ার জন্যেও অনেক ট্রেন আছে। তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং কাণ্ডারী এক্সপ্রস সপ্তাহ রোজ হাওড়া থেকে ছাড়ে। তাছাড়া আরও দুটি স্পেশাল ট্রেন আছে। সাঁতরাগাছি-দিঘা স্পেশাল সাঁতরাগাছি থেকে শুধু শনিবার ছাড়ে। একইভাবে শনিবার চলাচল করে পাহাড়িয়া এক্সপ্রেস।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |