পরিষেবা নিয়ে যাত্রীদের সুখবর শোনাল মেট্রো

Published on:

2 TBM machines brought in to construct tunnels for Kolkata Metro Purple Line

সহেলি মিত্র, কলকাতা: মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। এবার ছুটির দিনেও সাতসকালে মিলবে মেট্রো পরিষেবা। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি।ট্রেন, বাসের পাশাপাশি এখন বহু মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে পরেছে মেট্রো রেল। সবথেকে বড় কথা, দেশের মধ্যে প্রথম আন্ডারওয়াটার মেট্রো পেয়েছে কলকাতা শহর ও হাওড়া। এমনিতে শনিবার ও রবিবার ব্যতীত প্রতিদিনই পর্যাপ্ত মেট্রো পরিষেবা মেলে। তবে উইকন্ডে এই কম মেট্রো পরিষেবা নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ থাকে না। তবে আর চিন্তা নেই কারণ এবার কলকাতা মেট্রোর তরফে আগামী ২৫ মে অনেক সকাল থেকেই মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এর যেতে উপকৃত হবেন বহু মানুষ। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির উপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রবিবারে আরও সকালে মিলবে মেট্রো

আসলে ২০২৫ সালের UPSC সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মসৃণ ভ্রমণের সুবিধার্থে, কলকাতা মেট্রো ২৫ মে রবিবার থেকে নির্ধারিত সময়ের অনেকে আগে ব্লু লাইনে চলাচল শুরু করবে। অর্থাৎ রবিতে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে অনেক সকাল থেকে চলবে মেট্রো বলে খবর।

এই করিডোরে মেট্রো পরিষেবা সকাল ৯ টায় শুরু হওয়ার পরিবর্তে সকাল ৭ টায় শুরু হবে। প্রতিদিন মোট ১৩৮টি পরিষেবা, প্রতিটি দিকে ৬৯টি, চলবে, যা স্বাভাবিক ১৩০টি থেকে বেশি। মেট্রো কর্তৃপক্ষের মতে, ট্রেনগুলি সকাল ৭ টা থেকে ৯ টার মধ্যে আপ এবং ডাউন উভয় দিকেই ৩০ মিনিটের ব্যবধানে চলবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উপকৃত হবেন যাত্রীরা

প্রথম ট্রেনগুলি কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে এবং নোয়াপাড়া থেকে কবি সুভাষের উদ্দেশ্যে সকাল ৭টায় ছেড়ে যাবে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম পরিষেবা সকাল ৭:২০ মিনিটে শুরু হবে। টার্মিনাল স্টেশনগুলি থেকে শেষ পরিষেবাগুলির সময় অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুনঃ পার্কিং প্লেসের প্রমাণ ছাড়া আর কেনা যাবে না গাড়ি! নয়া নিয়ম পরিবহন দফতরের

এদিকে, গ্রিন লাইনের হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশে পরিষেবা স্বাভাবিকভাবে চলবে। তবে, রবিবারের নিয়মিত কার্যক্রমের সাথে সামঞ্জস্য রেখে, গ্রিন লাইনের সল্টলেক সেক্টর ভি-শিয়ালদহ অংশ, পার্পল লাইন (জোকা-মাঝেরহাট) এবং অরেঞ্জ লাইন (কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায়) এ কোনও পরিষেবা থাকবে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group