‘উদ্বিগ্ন হবেন না, সবাই পাবেন পাকা বাড়ি’, আবাস যোজনা নিয়ে নয়া বার্তা নবান্নর

Published on:

alapan bandyopadhyay

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ভুয়ো তালিকা নিয়ে রীতিমত উত্তপ্ত বাংলা। আর এই ভুয়ো নাম থাকার অভিযোগ নিয়েই কেন্দ্র প্রায় দু’বছর ধরে বাংলার আবাস যোজনার বরাদ্দ টাকা আটকে রেখেছে বলে জানা গিয়েছে। কিন্তু রাজ্য কেন্দ্রের ওপর আর ভরসা না করেই এবার নিজের বরাদ্দ থেকে গ্রামীণ এলাকায় গরীব মানুষের বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে। কিন্তু সেখানেও ঝামেলা যেন থামতেই চাইছে না।

WhatsApp Community Join Now

যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০ ডিসেম্বর থেকে এই প্রকল্পের প্রথম দফার টাকা উপভোক্তাদের হাতে তুলে দিতে চান। তাই ১৩ ডিসেম্বরের মধ্যে সমীক্ষা করে তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সকল জেলা নির্দেশকদের। কিন্তু গ্রামাঞ্চলে সমীক্ষার কাজ শুরু হতেই তালিকায় নাম তোলা নিয়ে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ যোগ্য ব্যক্তির তুলনায় অযোগ্য ব্যক্তিরাই এই প্রকল্পের সুবিধা পেয়ে চলেছে। কিন্তু গত মঙ্গলবারই নবান্নে মুখ্যমন্ত্রী বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, গ্রামাঞ্চলে আবাস যোজনার বাড়ি বিলিতে রাজ্যের দৃষ্টিভঙ্গি হবে মানবিক। গরিব মানুষ যেন কোনওভাবে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়। আর এই আবহেই জেলা শাসকদের বড় নির্দেশ দিল আলাপন বন্দ্যোপাধ্যায়।

কী বলছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা?

সূত্রের খবর, গতকাল অর্থাৎ বুধবার, সন্ধ্যায় নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেছিলেন। আর সেই বৈঠকেই তিনি আবাসের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয় প্রত্যেকটি জেলাগুলোকে। কোন কোন ক্ষেত্রে এই যাচাইয়ের কাজ করতে হবে তাও স্পষ্ট করা হয়েছে সেই বৈঠকে। এদিন আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই রি-ভেরিফিকেশন নিয়ে অকারণে কেউ বিচলিত হবেন না। তালিকাভুক্ত উপযুক্ত সকলেই সহায়তা পাবেন।’ সঙ্গে তিনি স্পষ্ট করেন, রাজ্যই এ ক্ষেত্রে এখন ১০০ শতাংশ টাকা দিচ্ছে।

জেলা শাসকদের কড়া নির্দেশ মনোজ পন্থের

এছাড়াও এদিনের বৈঠকে তিনি আরও বলেন যে, “ইতিমধ্যে কেউ যদি পাকা বাড়ি করে ফেলেন, বা অন্যত্র চলে গিয়েছেন কিনা তা খতিয়েই দেখতেই এই সমীক্ষা। অহেতুক এই রি-সার্ভে নিয়ে উদ্বেগের কারণ নেই।” তবে এদিন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টার বৈঠকের আগে দুপুরের দিকে বৈঠকের আয়োজন করেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলাশাসকদের সঙ্গে কথা বলেন তিনি। এবং সকল নির্দেশকদের নির্দেশ দেন যে, আরও বেশি মানবিক হয়ে সার্ভে করতে হবে। এবং তালিকা থেকে কারও নাম বাতিল করার আগে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে।

সঙ্গে থাকুন ➥
X